শিরোনাম
◈ আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমান, আ.লীগ ও ভারত প্রশ্নে যা বললেন ◈ যুক্তরাজ্যে লরিতে লুকিয়ে ২৩ বাংলাদেশিকে পাচারের চেষ্টা, আটক ৫ ◈ আ.লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ.লীগ থাকবে : মাহফুজ ◈ এনসিটি বিদেশিদের দিতে চুক্তির বিরোধিতায় চট্টগ্রাম বন্দরে দুই দিনের ধর্মঘটের ডাক ◈ শিশির মনিরের নির্বাচনী প্রচার গাড়িতে হামলা, আহত ২ ◈ সি‌রি‌জের প্রথম ম‌্যা‌চে অস্ট্রেলিয়াকে ২২ রা‌নে হারা‌লো পাকিস্তান ◈ ফুটসাল চ্যাম্পিয়ন ট্রফি দেশের মানুষকে উৎসর্গ করলেন অ‌ধিনায়ক সাবিনা খাতুন  ◈ বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচের জন‌্য নিরাপত্তায় অস্ত্রধারী কমা‌ন্ডো ইউ‌নিট মোতা‌য়েন কর‌বে শ্রীলঙ্কা ◈ বেশি দামে তেল বিক্রির প্রস্তাবে তোপের মুখে বিপিসি ◈ মাসে আড়াই হাজার টাকার সহায়তা, ‘ফ্যামিলি কার্ড’র বিস্তারিত তুলে ধরলেন তারেক রহমান (ভিডিও)

প্রকাশিত : ০৩ মে, ২০২১, ০১:০৪ দুপুর
আপডেট : ০৩ মে, ২০২১, ০১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্যাটিং ব্যথতায় শ্রীলঙ্কার কাছে সিরিজ হারল বাংলাদেশ

রাহুল রাজ: [২]দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ ড্র করলেও দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের কাছে ২০৯ রানের বিশাল ব্যবধানে হারলো বাংলাদেশ। সেই সাথে করুনারত্নদের কাছে ১-০ ব্যবধানে সিরিজ হারলো মুমিনুলের দল।

[৩]পাল্লেকেলেতে প্রথম ইনিংসে ৭ উইকেটে ৪৯৩ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে লঙ্কানরা। দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ১৯৪ রানে ইনিংস ঘোষণা করে। প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয়েছিল ২৫১ রানে। দ্বিতীয় ইনিংসে ২২৭ রানে অলআউট হয় মুমিনুলের দল। যেখানে দুই ইনিংস মিলিয়ে লঙ্কানদের প্রথম ইনিংসের চাইতেও ১৫ রান করে বাংলাদেশ।

[৪]শ্রীলঙ্কার দেওয়া ৪৩৭ রানের লক্ষ্যে ম্যাচের চতুর্থ দিনই ৫ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ, স্কোরবোর্ডে রান তুলতে পেরেছিল ১৭৭। ফলে শেষদিন জয়ের জন্য বাকি থাকে আরও ২৬০ রান। কিন্তু হাতে উইকেট ছিল ৫টি। শেষ স্বীকৃত ব্যাটিং জুটি মেহেদি হাসান মিরাজ ও লিটন দাসের কাঁধে ছিল অসাধ্য সাধনের দায়িত্ব।

[৫]কিন্তু সেই মিশনে শুরুতেই ক্ষান্ত দিলেন লিটন। দিনের মাত্র তৃতীয় ওভারেই প্যাভিলিয়নে ফিরে যান এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। অভিষিক্ত বাঁহাতি স্পিনার প্রবীণ জয়াবিক্রমের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েছেন ৪৬ বলে ১৭ রান করা লিটন। রিভিউ নিয়েও নিজের উইকেট বাঁচাতে পারেননি তিনি।

[৬]এরপর মিরাজ-তাসকিনরা খুব বেশি লড়াই করতে পারেননি। জয়াবিক্রমার ঘূর্নিতে পরাস্ত হয়ে ২২৭ রানেই শেষ হয়ে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস।

[৭]প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও পাঁচ উইকেট নেন জয়াবিক্রমা। এরই সাথে প্রথম লঙ্কান হিসেবে টেস্টে অভিষেক ম্যাচে ১০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন।

[৮]সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা ১ম ইনিংস : ৪৯৩/৭ (১৫৯.২ ওভার)
থিরিমান্নে ১৪০, করুনারত্নে ১১৮, ওশাদা ৮১, ডিকওয়েলা ৭৮*, রমেশ ৩৩
তাসকিন ৩৪.২-৭-১২৭-৪, তাইজুল ৩৮-৭-৮৩-১
বাংলাদেশ ১ম ইনিংস : ২৫১/১০ (৮৩ ওভার)
তামিম ৯২, মুমিনুল ৪৯, মুশফিক ৪০
জয়াউইকরামা ৩২-৭-৯২-৬, লাকমল ১০-০-৩০-২, রমেশ ৩১-৭-৮৬-২
শ্রীলঙ্কা ২য় ইনিংস : ১৯৪/৯ (ইনিংস ঘোষণা) (৪২.২ ওভার)
করুনারত্নে ৬৬, ধনঞ্জইয়া ৪১
তাইজুল ১৯.২-২৭২-৫, মিরাজ ১৪-৩-৬৬-২
বাংলাদেশ ২য় ইনিংস : ২২৭/১০ (৭১ ওভার)
মুশফিক ৪০, সাইফ ৩৪, মুমিনুল ৩২
প্রবীণ ৩২-১০-৮৬-৫, রমেশ ২০-২-১০৩-৪।
ফলাফল: শ্রীলঙ্কা ২০৯ রানের জয়ী।
সিরিজ ফলাফল: শ্রীলঙ্কা ১-০ ব্যবধানে সিরিজ জয়ী।
ম্যাচসেরা: প্রবীন জয়াবিক্রমা।
সিরিজ সেরা: দিমুথ করুনারত্নে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়