শিরোনাম
◈ বাংলাদেশে অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীকে কাজ করতে দেওয়া হবে না: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, ভারী বর্ষণের শঙ্কা ◈ খেলতে গিয়ে নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু, চলছে নিখোঁজ দুইজনের উদ্ধারকাজ ◈ শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ তুরস্কে ১,৬০০ বছরের প্রাচীন ওয়াইন তৈরির কারখানা উদ্ধার! ◈ ভারতের ৩৯% অবিবাহিত মনে করেন বিয়ে আর জীবনের মাইলফলক নয়, এটি ঐচ্ছিক ◈ বাংলাদেশে চতুর্থ গণভোটের আলোচনা: সংবিধানে কী আছে, আগের অভিজ্ঞতা কী বলছে ◈ বাংলাদেশকে হোয়াইটওয়াশ কর‌লো ওয়েস্ট ইন্ডিজ ◈ অন্তর্বর্তী সরকারের আমলেও কেন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হলো না?  ◈ নূর ভাই বেঁচে আছেন, সে বেঁচে থাকা মৃত‍্যুর চেয়ে একটু ভালো: অভিনেতা আফজাল হোসেন

প্রকাশিত : ০৩ মে, ২০২১, ০১:০৪ দুপুর
আপডেট : ০৩ মে, ২০২১, ০১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্যাটিং ব্যথতায় শ্রীলঙ্কার কাছে সিরিজ হারল বাংলাদেশ

রাহুল রাজ: [২]দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ ড্র করলেও দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের কাছে ২০৯ রানের বিশাল ব্যবধানে হারলো বাংলাদেশ। সেই সাথে করুনারত্নদের কাছে ১-০ ব্যবধানে সিরিজ হারলো মুমিনুলের দল।

[৩]পাল্লেকেলেতে প্রথম ইনিংসে ৭ উইকেটে ৪৯৩ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে লঙ্কানরা। দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ১৯৪ রানে ইনিংস ঘোষণা করে। প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয়েছিল ২৫১ রানে। দ্বিতীয় ইনিংসে ২২৭ রানে অলআউট হয় মুমিনুলের দল। যেখানে দুই ইনিংস মিলিয়ে লঙ্কানদের প্রথম ইনিংসের চাইতেও ১৫ রান করে বাংলাদেশ।

[৪]শ্রীলঙ্কার দেওয়া ৪৩৭ রানের লক্ষ্যে ম্যাচের চতুর্থ দিনই ৫ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ, স্কোরবোর্ডে রান তুলতে পেরেছিল ১৭৭। ফলে শেষদিন জয়ের জন্য বাকি থাকে আরও ২৬০ রান। কিন্তু হাতে উইকেট ছিল ৫টি। শেষ স্বীকৃত ব্যাটিং জুটি মেহেদি হাসান মিরাজ ও লিটন দাসের কাঁধে ছিল অসাধ্য সাধনের দায়িত্ব।

[৫]কিন্তু সেই মিশনে শুরুতেই ক্ষান্ত দিলেন লিটন। দিনের মাত্র তৃতীয় ওভারেই প্যাভিলিয়নে ফিরে যান এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। অভিষিক্ত বাঁহাতি স্পিনার প্রবীণ জয়াবিক্রমের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েছেন ৪৬ বলে ১৭ রান করা লিটন। রিভিউ নিয়েও নিজের উইকেট বাঁচাতে পারেননি তিনি।

[৬]এরপর মিরাজ-তাসকিনরা খুব বেশি লড়াই করতে পারেননি। জয়াবিক্রমার ঘূর্নিতে পরাস্ত হয়ে ২২৭ রানেই শেষ হয়ে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস।

[৭]প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও পাঁচ উইকেট নেন জয়াবিক্রমা। এরই সাথে প্রথম লঙ্কান হিসেবে টেস্টে অভিষেক ম্যাচে ১০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন।

[৮]সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা ১ম ইনিংস : ৪৯৩/৭ (১৫৯.২ ওভার)
থিরিমান্নে ১৪০, করুনারত্নে ১১৮, ওশাদা ৮১, ডিকওয়েলা ৭৮*, রমেশ ৩৩
তাসকিন ৩৪.২-৭-১২৭-৪, তাইজুল ৩৮-৭-৮৩-১
বাংলাদেশ ১ম ইনিংস : ২৫১/১০ (৮৩ ওভার)
তামিম ৯২, মুমিনুল ৪৯, মুশফিক ৪০
জয়াউইকরামা ৩২-৭-৯২-৬, লাকমল ১০-০-৩০-২, রমেশ ৩১-৭-৮৬-২
শ্রীলঙ্কা ২য় ইনিংস : ১৯৪/৯ (ইনিংস ঘোষণা) (৪২.২ ওভার)
করুনারত্নে ৬৬, ধনঞ্জইয়া ৪১
তাইজুল ১৯.২-২৭২-৫, মিরাজ ১৪-৩-৬৬-২
বাংলাদেশ ২য় ইনিংস : ২২৭/১০ (৭১ ওভার)
মুশফিক ৪০, সাইফ ৩৪, মুমিনুল ৩২
প্রবীণ ৩২-১০-৮৬-৫, রমেশ ২০-২-১০৩-৪।
ফলাফল: শ্রীলঙ্কা ২০৯ রানের জয়ী।
সিরিজ ফলাফল: শ্রীলঙ্কা ১-০ ব্যবধানে সিরিজ জয়ী।
ম্যাচসেরা: প্রবীন জয়াবিক্রমা।
সিরিজ সেরা: দিমুথ করুনারত্নে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়