আবদুল করিম: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় রোজা রেখেও কৃষকের ধান কেটে দিয়েছে বড়হাতিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার নেতাকর্মীরা। শুক্রবার (৩০ এপ্রিল) সকালে ইউনিয়নের আমির বাপের পাড়া গ্রামে এক কৃষকের ১ বিঘা জমির ধান কেটে নেতাকর্মীরাই বাড়ি পৌঁছে দেন।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল আওয়ালের নেতৃত্বে প্রায় ১৫ জন নেতাকর্মী ধান কাটা ও কৃষকের বাড়িতে ধান পৌঁছে দেওয়ার কাজে অংশ নেন। তারা সকাল ৬টা থেকে শুরু করে দুপুর ১২ টা পর্যন্ত ধান কাটার কাজে অংশগ্রহণ করেন।
আবদুল আওয়াল বলেন, বাঁচবে কৃষক, বাঁচবে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে করোনা পরিস্থিতিতে মানুষের যেকোনো সমস্যায় পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা মোতাবেক আমরা কৃষকের ধান কাটতে পেরে অনেক খুশি।