আল আমীন: [২] তারাকান্দা উপজেলার ইউএনও ও এসিল্যান্ডের বদলিজনিত বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
[৩] উপজেলা হলরুমে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট ফজলুল হকের সভাপতিত্বে ইউএনও জান্নাতুল ফেরদৌস ও সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তারের বদলিজনিত বিদায় সংবর্ধনা ও সদ্য যোগদানকারী ইউএনও মিজাবে রহমত এবং সহকারি কমিশনার (ভূমি) জিন্নাত শহীদ পিংকি এর বরণ অনুষ্ঠান হয়েছে।
[৪] অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।
[৫] অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।