শিরোনাম
◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস ◈ শাপলা প্রতীক নিয়ে রাজনীতিতে নতুন বিতর্ক!

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ০১:১২ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ০৫:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভয় যদি পেতেই হয়- নতুন মিউটেশন নয়- মাস্ক বিহীন মানুষকে ভয় করুন

ডা: রুমি আহমেদ: এখন পত্রিকার হেডলাইন আর কিছু বিশেষজ্ঞ - এরা দলবেঁধে 'ভয়াবহ মিউটেশন আসছে, সর্বনাশা ভ্যারিয়েন্ট আসছে, মৃত্যু নিশ্চিত' - 'ডাবল মিউটেন্ট, ত্রিপল মিউটেন্ট, দশ ডবল মিউটেন্ট' - এসব রক্ত হিম করা হেডলাইন আর সোশ্যাল মিডিয়া বক্তৃতা দিয়ে - মানুষের ত্রাসের বিনিময়ে নিজেদের কাটতি বাড়াতে ব্যস্ত!

করোনা ভাইরাস সিজন শেষে কিছুটা মিউটেশন হয় - সিজনে সিজনে হয়, গাছে যেমন পাতা পরে, নুতন পাতা গজায়, সাপ যেমন বছর বছর খোলস বদলায়, সব করোনাভাইরাস ই বছর শেষে মিউটেশন হয়! সে কারণেই হিউমেন করোনাভাইরাস গুলো বছর বছর সংক্রমণ করে - এক বছর এর করোনাভাইরাস পরবর্তী বছর প্রটেক্ট করে না, এক বছর এর এন্টিবডি নুতন বছরের নুতন ভ্যারিয়েন্ট কে পুরোপুরি প্রিভেন্ট করতে পারে না!

কিন্তু এন্টিবডি আমাদের ইম্মিউন সিস্টেম এর একটা ফুট সোলজার মাত্র - আমাদের ইম্মিউন সিস্টেম এর বড় বড় কামান হচ্ছে টি- সেল| একবার ইনফেকশন হলেই - একবার ভ্যাকসিন নিলেই মেমোরি টি-সেল-রেডি হয়ে যায়! ওই টি-সেল এসে ফাইট করে নুতন ভ্যারিয়েন্ট এর ভাইরাস কে সিরিয়াস ইনফেকশন করা থেকে বিরত রাখে!

এন্টিবডির ক্ষমতা খুব কম, একটা এপিটোপ কে রিকোগনাইজ করে - একটু মিউটেশন হলেই আর বুঝে উঠতে পারে না! - কিন্তু এই টি-সেল প্রচন্ড ক্ষমতাশালী! ধরুন B 1.617 ডাবল মিউটেন্ট এর দুটো জায়গায় মিউটেশন আছে, B. 1. 618 ( বেঙ্গল স্ট্রেইন) এর তিনটা জায়গায় মিউটেশন আছে! তাতে কি হয়েছে! সিডি ৮ টি -সেল করোনাভাউরাস স্পাইক প্রোটিন এর ৫২ টা সাইট কে রিকোগনাইজ করে আর সিডি ৪ টি-সেল ২৩ টা এপিটোপ / সাইট রিকোগনাইজ করে! দুতিনটা মিউটেশন এই টি-সেল এর কাছে কিছুই না - ঠিক ই খুঁজে বের করবে আর আর একটা দুইটা ভাইরাস ধরে সকাল বিকাল নাস্তা করার মতো - যত নুতন ভ্যারিয়েন্ট হোক - ধরে ধরে ধ্বংস করবে!

আর একটা কথা - এখন পর্যন্ত যে কটা ভ্যারিয়েন্ট এসেছে - সিরিয়াস অসুখ প্রিভেনশন এ প্রতিটি ভ্যাকসিন ই প্রতিটি নুতন ভ্যারিয়েন্ট এর বিরুদ্ধে কার্যকরী!

ঝরা পাতার মতো পুরোনো মিউটেশন ঝরে পড়বে - বসন্তের নুতন পাতার মতো বছর ওয়ারী নুতন মিউটেশন আসবে - D614G মিউটেশন এসেছিলো গত সামারে ও অল্প সময়ে পুরো পৃথিবী ডমিনেট করেছিল ! কি হয়েছে?এখন মূল উহান ভ্যারিয়েট ও আর নাই - D614G ভ্যারিয়েন্ট ও নাই!

মিউটেশন আসবে যাবে কিন্তু এ নিয়ে মানুষ যাতে আপনাকে অহেতুক ভয় না দেখায়! ভয় যদি পেতেই হয় - মিউটেশন কে ভয় না করে - মাস্ক বিহীন মানুষ কে ভয় করুন, সোহাগ বা অন্যান্য কমিউনিটি সেন্টার এ বিয়ের অনুষ্ঠান কে ভয় করুন, বসুন্ধরা বা গাউসিয়া মার্কেট কে ভয় করুন, ঈদের গাদাগাদি ভিড়ের বাস ট্রেইন কে ভয় করুন!  ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়