মাহিন সরকার: [২] ব্যাট হাতে বাংলাদেশকে শাসন করছেন দিমুথ করুণারত্নে ও ধনঞ্জয়া ডি সিলভা। তিনশতাধিক রানের জুটি গড়েছেন দুজনে। করুণারত্নে তার ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির পর দেড়শ রান উদযাপন করেছেন ধনঞ্জয়া।
[৩] তাইজুল ইসলামের বলে ডাউন দ্য উইকেটে এসে মিড অন দিয়ে চার মারেন ডানহাতি ব্যাটসম্যান। তাতে দ্বিতীয়বার ১৫০ এর ঘরে পৌঁছান। এবার ক্যারিয়ার সেরা ১৭৩ রানকে পেছনে ফেলার পথে ধনঞ্জয়া, যা ২০১৮ সালে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বিপক্ষে করেছিলেন।
[৪] সংক্ষিপ্ত স্কোর : শ্রীলঙ্কা ১৪৮.২ ওভারে ৫০৮/৩ (করুণারত্নে ২৩১*, ধনঞ্জয়া ১৫৩*); বাংলাদেশ: প্রথম ইনিংস ৫৪১/৭ ডিক্লেয়ার।