জাকারিয়া হোসেন: জগন্নাথপুর এর হাসপাতাল পয়েন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ টি দোকান ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে ।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সুত্রে জানাযায়, ২২ শে এপ্রিল রোজ বৃহস্পতিবার দিবাগত ভোর রাতে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের হাসপাতাল পয়েন্ট এলাকায় অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠানে আগুন এর লেলিহান শিখা দেখে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিভানোর পাশাপাশি স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হন। ততক্ষণে তামিম ভেরাইটিজ ষ্টোর, তুহিন ভেরাইটিজ ষ্টোর,সালাম ভেরাইটিজ ষ্টোর, রতন হেয়ার ড্রেসার,সাহাদাত আলীর ফলের দোকান নামক ব্যবসা প্রতিষ্ঠানে পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন।
অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর ফায়ার সার্ভিস কার্যালয়ের ষ্টেশন ইনচার্জ আলমগীর হোসেন বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্হলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি।ততক্ষণে ৫ টি দোকান পুড়ে গেছে। তিনি বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।