সালেহ্ বিপ্লব: [২] প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক, সিনিয়র সাংবাদিক জাফর ওয়াজেদ ফেসবুকে ব্রাহ্মণবাড়িয়ার এমপি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর একটি বক্তব্য তুলে ধরেছেন।
[৩] সংসদ সদস্য বলেছেন, 'ব্রাহ্মণবাড়িয়াতে আমি ছাড়াও মন্ত্রীসহ আওয়ামী লীগের আরও ৫ জন এমপি আছেন কেউ হেফাজতিদের বিরুদ্ধে কথা বলছে না। হেফাজতিদের বিরুদ্ধে শুধু আমি একাই প্রতিদিন ফাইট করছি এবং ফাইট করে যাব ইনশাআল্লাহ।'
[৪] জাফর ওয়াজেদের পোস্টে কমেন্ট করেছেন পঁচাত্তর-পরবর্তী দুঃসময়ে ছাত্রলীগের যারা হাল ধরেছিলেন, তাদের অনেকে।
[৫] সেই সময়কার ছাত্রলীগ নেতা জাফর ওয়াজেদ নিজেই কমেন্ট করেছেন, "রেভ্যুলেশন আনটিল ভিক্টোরি"আপনিই ছাত্রনেতা হিসেবে বুঝিয়েছিলেন পঁচাত্তর পরবর্তী আমাদের ৷
[৬] চট্টগ্রামের জামশেদুল আলম চৌধুরী লিখেছেন, আপনি ৭৫ পরবর্তীতে জীবনের ঝুঁকি নিয়ে ছাত্রলীগকে সংগঠিত করেছিলন তখনও স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলন সংগ্রামের লড়াকু নেতা ছিলেন তাই এখন ও আপনাকেই হেফাজতিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে এইটা যারা নুতন এবং হাল আমলের এম পি বা নেতা তাদের কাজ থেকে আশা করা যায় না ।