ওয়ালিউল্লাহ সিরাজ: [২] মঙ্গলবার বিচারপতি মার্ক-আন্দ্রে ব্লানচার্ড কুইবেক প্রদেশের সরকারি চাকরি জীবি বিশেষ করে পুলিশ, শিক্ষক ও চালকদের জন্য ধর্মীয় পোশাক পড়ার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা দেন। আনাদোলু, ওয়াশিংটন পোস্ট
[৩] অবশ্য তিনি রায়ে বলেছেন, কিউবেকের জাতীয় পরিষদের নির্বাচিত সদস্যদের নিকাব বা হিজাব পড়তে পারবেন।
[৪] ২৪০ পৃষ্ঠায় রায়ে আরো বলা হয়েছে, সরকারি চাকরিজীবিরা অফিস করার সময় ধর্মীয় কোনো পোশাক পড়তে পারবে না।
[৫] ইংলিশ মন্ট্রিল স্কুল বোর্ড এক বিবৃতিতে বলেছে, এই রায়ে আমরা সন্তুষ্ট। এই রায়ের মাধ্যমে স্কুলে ছাত্র ও শিক্ষক সবাই অভিন্নভাবে আসবে।
[৬] সিটিভি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার বেশিরভাগ আইন বিশেষজ্ঞ মনে করেন, কানাডার সুপ্রিম কোর্টে এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।
[৭] কানাডার মুসলিমদের জাতীয় কাউন্সিল টুইটারে রায়টি নিয়ে পর্যালোচনা করার কথা জানিয়েছে। সম্পাদনা : রাশিদ