শিরোনাম
◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ১২:৪৪ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তামিমের ফিফটি; দলীয় শত, মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

রাহুল রাজ :[২] শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাটিতে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। ক্যান্ডির পাল্লেকেলেতে টস জিতে আগে ব্যাট করছে মমিনুলের দল।

[৩]টস জিতে ব্যাট করতে নেমে সুরঙ্গা লাকমলের প্রথম ওভারেই জোড়া বাউন্ডারি হাঁকান তামিম ইকবাল। ওভারের তৃতীয় ও পঞ্চম বলে অনসাইড দিয়েই বাউন্ডারি দুইটি মারেন তিনি। কিন্তু বিশ্ব ফার্নান্দোর করার পরের ওভারে এর উল্টোটাই করেন সাইফ।

[৪]প্রথম পাঁচ বল ডট খেলার পর শেষ বলটি আঘাত হানে তার পায়ে। শ্রীলঙ্কানদের জোড়ালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার কুমার ধর্মসেনা। ম্যাচের প্রথম রিভিউ নিয়ে সাইফের বিদায় ঘণ্টা বাজান লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারাত্নে, শূন্য রানে ফিরতে হয় সাইফকে।

[৫]সঙ্গীকে হারালেও তামিম পরের ওভারে আবার হাঁকান বাউন্ডারি। ওয়ানডাউনে নেমে তামিমকে দারুণ সঙ্গ দিতে থাকেন শান্ত। শুরু থেকেই আক্রমনাত্নক খেলা তামিম শান্তর সাথে ৫০ রানের জুটি পেরিয়ে তুলে নেন নিজের ব্যক্তিগত অর্ধশতকও। ইনিংসের ১৯ তম ওভারে ডি সিলভার প্রথম বলে ১ রান নিয়ে ৫২ বলে ১০ বাউন্ডারিতে ক্যারিয়ারের ২৯ তম অর্ধশতক তুলে নেন তামিম।

[৬] মধ্যাহ্ন বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৭ ওভার শেষে ১ উইকেটে ১০৬ রান। তামিম ৬৫ ও শান্ত ৩৭ রানে অপরাজিত আছেন।

[৭]বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন, তাসকিন আহমেদ।

[৮]শ্রীলঙ্কার একাদশ: দিমুথ করুনারাত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, ওশাদা ফার্নান্দো, দীনেশ চান্দিমাল/নিশাঙ্কা পাথুম, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনাঞ্জয় ডি সিলভা, নিরোশান ডিকওয়েলা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়