শিরোনাম
◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে ◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ ◈ ডাকসুর ভিপি সাদিক কায়েম: হিজাব–নন-হিজাব, সবার পোশাক ও পরিচয়ের সমান অধিকার নিশ্চিত হবে

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২১, ১২:৩৯ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২১, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পবিত্রতার কথা বলে চুয়াডাঙ্গায় নববধূর শরীরে ছিটানো হলো বাংলা মদ

জেরিন আহমেদ: [২] ডোমের ছেলে হয়ে বাঁশফোড় সম্প্রদায়ের মেয়েকে বিয়ে করায় সমাজের মাতবরদের হেনস্তার শিকার হচ্ছেন হৃদয়-রিতা দম্পতি।

[৩] পবিত্রতার কথা বলে প্রকাশ্যে পরপুরুষদের সামনে নববধূর শরীরে ছিটানো হয়েছে বাংলা মদ। একঘরে করে দেওয়ার ভয় দেখিয়ে তাদের ওপর চালানো হচ্ছে মানসিক নির্যাতন। শালিস বসিয়ে করা হয়েছে জরিমানা।

[৪] জানা যায়, চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়িপাড়ার স্বর্গীয় বিরু ডোমের ছেলে হৃদয় ডোমের সঙ্গে প্রায় দুই মাস আগে বিয়ে হয় বড়বাজার মাথাভাঙ্গা ব্রিজ এলাকার কালীচরণের মেয়ে রিতা বাঁশফোঁড়ের সঙ্গে। বিয়ের বিষয়টি ডোম সমাজের লোকজন জানতে পেরে ২৩ মার্চ রাতে বিচার সালিশ বসায়।

[৫] বিচারে রতন, চলুয়া, দুখু, বাদল, হিরুসহ বেশ কয়েকজন মিলে নববূর পবিত্রতার নামে শতাধিক পুরুষের সামনে বাংলা মদ ছিটিয়ে দেওয়া হয়। সালিশে তাদের ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

[৬] আগামী ২০ দিনের মধ্যে দেশের ডোম সম্প্রদায়ের নেতাদের দাওয়াত করে খাওয়াতে হবে বলে নির্দেশ দেন সালিশকারীরা। এসব নিয়মকানুন মেনে না চললে তাদের একঘরে করে রাখারও প্রস্তাব দেওয়া হয় বিচার থেকে। রিতা-হৃদয় দম্পতি ও তাদের পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিনযাপন করছেন।

[৭] নির্যাতিতার পরিবার বিষয়টি লিখিতভাবে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানান।

[৮] স্বর্গীয় বিরু ডোম বলেন, বুঝতে পারলাম না কেন বিচারের মুখোমুখি হতে হলো ছেলে ও তার বউকে।

[৯] সমাজে নানাভাবে হেয় করছে বিচারের নামে। এর প্রতিকার দাবি করছি প্রশাসনের কাছে। বিচারের নামে নববধূর শরীরে বাংলা মদ ছিটানো হয়েছে। নারীর সম্মানহানি করা হয়েছে।

[১০] সালিশের নামে নারীর এমন হেনস্তা ও মানসিক নির্যাতন বন্ধ এবং নির্যাতিত পরিবারের নিরাপত্তার দাবি জানিয়েছে বাংলাদেশ জয়ভীম ছাত্র-যুব ফেডারেশন।

[১১] এ দাবিতে বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর আবেদন করেন ফেডারেশনের নেতারা। সূত্র:সময় টিভি, যুগান্তর অনলাইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়