শিরোনাম
◈ আপিল শুনানিতে কোনো পক্ষপাত করা হয়নি: সিইসি ◈ ইসি থেকে সুখবর পেলেন বিএনপির আবদুল আউয়াল মিন্টু ◈ দেশীয় স্পিনিং শিল্প রক্ষায় সুতা আমদানির শুল্কমুক্ত সুবিধা প্রত্যাহারের উদ্যোগ ◈ ইতালির টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট দল ঘোষণা, অধিনায়ক প্রাক্তন হকি খেলোয়াড় ◈ জামায়াত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বিকাশ-এনআইডি নম্বর সংগ্রহ করছেন: অভিযোগ ফখরুলের (ভিডিও) ◈ ২৭ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির, কোন আসনে কে লড়বেন ◈ সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল ◈ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত, অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদের অপেক্ষায় ◈ মাদারীপুরে ইজিবাইককে চাপা দিয়ে বাস খাদে, নিহত ৫ ◈ ইউএনওকে ‘শাসানোয়’ সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২১, ১১:১৬ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০২১, ১১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরায় পরিবহনের ধাক্কায় অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের মৃত্যু, আহত দুই

আসাদুজ্জামা :[২] সাতক্ষীরায় দ্রুতগামি পরিবহনের ধাক্কায় অবসরপ্রাপ্ত এক শিক্ষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন এক ব্যবসায়িসহ দুই জন। শুক্রবার সকাল পৌনে নয়টার দিকে সাতক্ষীরা-শ্যামনগর সড়কের দেবহাটা উপজেলার গাজীরহাটের মোজাদ্দেদ মিশনের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।পুলিশ ঘাতক পরিবহনটি জব্দ করেছে।

[৩] নিহত শিক্ষকের নাম সৌমিত রায় ওরফে ভোলা (৬৫)। তিনি দেবহাটা উপজেলার রামনাথপুর গ্রামের কালিপদ রায়ের ছেলে। তিনি সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক।

[৪] আহতরা হলেন, একই উপজেলার গরানবাড়িয়া গ্রামের রফিকুল গাজীর ছেলে ব্যবসায়ী জাকির হোসেন ও কামটা গ্রামের ফজলু আলীর ছেলে ফিরোজ হোসেন।

[৫] প্রত্যক্ষদর্শীরা জানান, সৌমিত রায় শুক্রবার সকাল পৌনে নয়টার দিকে বাইসাইকেলে বাড়ি থেকে বের হয়ে গাজীরহাট বাজারের দিকে যাচ্ছিলেন পথিমধ্যে মোজাদ্দেদ মিশনের সামনে বাঁশের ঝুড়ি ও আটন বিক্রেতা জাকির হোসেন ও ফিরোজের সঙ্গে রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় কালিগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামি পরিবহন গ্রীণ বাংলা তাদের তিনজনকে ধাক্কা দেয়।

[৬] এতে ঘটনাস্থলেই সৌমিত রায় মারা যান। এসময় মারাত্মক আহত হন জাকির ও ফিরোজ। তাদেরকে উদ্ধার করে প্রথমে সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[৭] দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার সাহা জানান, নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘাতক পরিবহনটি জব্দ করা হয়েছে।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়