আসাদুজ্জামা :[২] সাতক্ষীরায় দ্রুতগামি পরিবহনের ধাক্কায় অবসরপ্রাপ্ত এক শিক্ষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন এক ব্যবসায়িসহ দুই জন। শুক্রবার সকাল পৌনে নয়টার দিকে সাতক্ষীরা-শ্যামনগর সড়কের দেবহাটা উপজেলার গাজীরহাটের মোজাদ্দেদ মিশনের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।পুলিশ ঘাতক পরিবহনটি জব্দ করেছে।
[৩] নিহত শিক্ষকের নাম সৌমিত রায় ওরফে ভোলা (৬৫)। তিনি দেবহাটা উপজেলার রামনাথপুর গ্রামের কালিপদ রায়ের ছেলে। তিনি সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক।
[৪] আহতরা হলেন, একই উপজেলার গরানবাড়িয়া গ্রামের রফিকুল গাজীর ছেলে ব্যবসায়ী জাকির হোসেন ও কামটা গ্রামের ফজলু আলীর ছেলে ফিরোজ হোসেন।
[৫] প্রত্যক্ষদর্শীরা জানান, সৌমিত রায় শুক্রবার সকাল পৌনে নয়টার দিকে বাইসাইকেলে বাড়ি থেকে বের হয়ে গাজীরহাট বাজারের দিকে যাচ্ছিলেন পথিমধ্যে মোজাদ্দেদ মিশনের সামনে বাঁশের ঝুড়ি ও আটন বিক্রেতা জাকির হোসেন ও ফিরোজের সঙ্গে রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় কালিগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামি পরিবহন গ্রীণ বাংলা তাদের তিনজনকে ধাক্কা দেয়।
[৬] এতে ঘটনাস্থলেই সৌমিত রায় মারা যান। এসময় মারাত্মক আহত হন জাকির ও ফিরোজ। তাদেরকে উদ্ধার করে প্রথমে সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
[৭] দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার সাহা জানান, নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘাতক পরিবহনটি জব্দ করা হয়েছে।সম্পাদনা:অনন্যা আফরিন