আসিফুজ্জামান পৃথিল: [২] ব্রিটিশ রাজপুত্র এশিয়া ট্রাস্টের প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশ বহু ত্যাগ ও তিতিক্ষার মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে। তিনি বলেন, যুক্তরাজ্যের উন্নয়নেও অবদান রাখছেন প্রবাসী বাংলাদেশিরা। তিনি বলেন, দেশটির ন্যাশনাল হেলথ সার্ভিসে কর্মরত বাঙালিরা করোনা অতিমারি মোকাবেলায় অসামন্য অবদান রেখেছেন।
[৩] চার্লস আরও বলেন, বাংলাদেশের উন্নয়নে অবদান রাখতে পেরে যুক্তরাজ্য গর্ববোধ করে। গত ৫০ বছরে বাংলাদেশের জীবনযাত্রার মান অনেক বেড়ে গেছে। বাংলাদেশ এখন বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটি।
[৪] প্রিন্স চার্লসের মতে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশ্বে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ। তিনি গ্লাসগোতে অনুষ্ঠিতব্য বিশ্ব জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়ে বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তার পরামর্শ অতি মূল্যবান।