ওয়ালিউল্লাহ সিরাজ: [২] রোববার তুরস্কের ‘উত্তরাধুনিক ক্যু’ অভ্যুত্থানের ২৪ তম বার্ষিকীতে প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান টুইটারে একটি ভিডিও বার্তায় এ কথা বলেন। আনাদুল এজেন্সি
[৩] তিনি বলেন, আমি মেয়র থাকাকালীন সময়ে একটি কবিতা পাঠ করার কারণে আমাকে জেলে যেতে হয়েছে।
[৪] টুইটার পোস্টে প্রেসিডেন্ট আরো বলেন, অনেক ধরণের প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও আমি গৌরব ও সম্মানের সাথে জাতির সেবা করে যাচ্ছি।
[৫] তুরস্কের রাজনীতিতে সামরিক বাহিনীর ‘হস্তক্ষেপের’ সর্বশেষ ঘটনা ঘটে ১৯৯৭ সালে। দুই বছর আগে ক্ষমতা নেওয়া ইসলামপন্থি ওয়েলফেয়ার পার্টি নেতৃত্বাধীন জোট সরকার রাষ্ট্রে ‘মৌলবাদী নীতি’ প্রয়োগের চেষ্টা করছে এমন অভিযোগ এনে সেনাবাহিনী সরকারকে কয়েকটি প্রস্তাব দেয়। ইসলামপন্থি সরকার সেগুলো মেনে নিতে বাধ্য হয়। পরে সেনাবাহিনীর চাপে পড়ে বাধ্য হয়ে পদত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী নেকমেতিন এরবাকান। সরাসরি অভ্যুত্থান না করেও সরকার বদলের এ ঘটনাকে বিশ্লেষকরা ‘উত্তরাধুনিক ক্যু’ হিসেবে অভিহিত করেছেন।
https://twitter.com/anadoluagency/status/1366040348020064258?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1366040348020064258%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.trtworld.com%2Fturkey%2Ferdogan-military-coups-are-crimes-against-humanity-44604