শিরোনাম
◈ আদানির বিদ্যুৎ চুক্তি: ভারতীয় করপোরেট করের বোঝাও চাপানো হয়েছে বাংলাদেশের ওপর ◈ জুলাই গণঅভ্যুত্থানকারীদের মামলা প্রত্যাহার ও দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি ◈ টি টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করবে কিনা, পাকিস্তান চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আগামী সপ্তাহে ◈ চার মাসে ডাকসুর ২২৫ উদ্যোগ, ২ বছরে কাটবে ঢাবির আবাসন সংকট: সাদিক কায়েম ◈ ‘হাজার বার জয় বাংলা স্লোগান দেব’ তারেক রহমানের মঞ্চে ছাত্রদল নেতা (ভিডিও) ◈ পোস্টাল ব্যালট: চার লক্ষাধিক প্রবাসীর ভোটদান সম্পন্ন ◈ শুধু ভোট দিয়ে চলে আসলে হবে না, হিসাব কড়ায়-গন্ডায় বুঝে নিতে হবে: তারেক রহমান ◈ অবশেষে হাইকোর্টে জামিন পেলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ◈ সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ পেতে আবেদন করা যাবে অনলাইনে, যেভাবে করবেন ◈ তথ্য গোপনে ছাড় নেই, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বে ভোটের পরেও ব্যবস্থা: ইসি মাছউদ

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ০২:৩০ রাত
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ০২:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভ্যাকসিনের ওপর মানুষের আস্থা ফিরে এসেছে, তাই নিজেকে সুরক্ষার জন্য উৎসবমুখোর হয়ে টিকা নিচ্ছে: অধ্যাপক নাসিমা সুলতানা

শাহীন খন্দকার: [২] রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে উৎসবমুখরপরিবেশে করোনাভাইরাসের টিকা দিচ্ছে ঢাকাবাসি। বৃহস্পতিবার শ্যামলী ২৫০ শয্যা টিবি হাসতালে দৈনিক আমাদের নতুন সময়ের সম্পাদক নাসিমা খান মন্টি টিকা নিয়েছেন। সুরক্ষা অ্যাপ এর মাধ্যমে তিনি নিবন্ধন করেছেন।

[৩] পরিচালকসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ দিতে চাই। প্রশ্নের জবাবে তিনি বলেন, সুশৃঙ্খল উৎসবমুখোর স্বাচ্ছন্দে টিকা নিতে দেখেছি। আমি দেশের প্রতিটি নাগরিককে বলবো আপনারা ভ্যাকসিন নিন।

[৪] তিনি বলেন, একটা লোকও যদি অসুস্থ থাকেন, তাহলে রোগ নির্মূল হবে না। করোনা ভাইরাস নির্মূল করার লক্ষ্যে সবাইকে টিকা নিতে আহব্বান জানান তিনি।

[৫] শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে টিকা নিতে আসা রাবেয়া বেগম জানান এই ভ্যাকসিন প্রমাণ করেছে, প্রধানমন্ত্রীর নেতৃত্ব দূরদর্শী সম্পন্ন।

[৬] স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, প্রথমে মানুষ বিভ্রান্ত ছিলো। দেশের সব মন্ত্রী, সচিব-এমপিরা যখন নিচ্ছেন তখন আমার নিতে আর কোনো দ্বিধা নেই। ডা. নাসিমা সুলতানা বলেন, এটা অবশ্যই মোটিভেশন হিসেবে কাজ করেছে। লোকজন দেখেছে যারা টিকা নিচ্ছেন, কিছু হচ্ছে না। তারা উৎসাহ দিচ্ছে। এখন টিকা গ্রহণে বেশ আগ্রহ দেখাচ্ছেন সব পেশার মানুষেরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়