শরীফ শাওন: [২] অংশগ্রহণমূলক, গণমুখী, শিল্প ব্যবসা ও করদাতাবান্ধব এবং রাজস্ব সম্ভাবনাময় সুষম বাজেট প্রণয়নের লক্ষ্যে এই প্রস্তাব চাওয়া হয়েছে। রাজস্ব আহরণ কার্যক্রমকে অধিকতর অর্থবহ, বিশ্লেষণধর্মী ও প্রতিনিধিত্বশীল করার জন্য আলোচনার মাধ্যমে বাজেট প্রণয়নে আগ্রহ জানিয়েছে রাজস্ব বোর্ড।
[৩] বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে করদাতা বিভিন্ন শিল্প ও বণিক সমিতি, ট্রেড এসোসিয়েশন, পেশাজীবী সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান ও দেশের বুদ্ধিজীবী মহলকে প্রস্তাব পাঠানোর আহ্বান জানায়।
[৪] বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৮ মার্চের মধ্যে প্রস্তাবটি nbrbudget2021@gmail.com ঠিকানায় গোলাম কবীর, প্রথম সচিব (কর আপীল ও অব্যাহতি) ও প্রধান বাজেট সমন্বয়কারী, জাতীয় রাজস্ব বোর্ড বরাবরে প্রেরণের জন্য অনুরোধ করা হলো। প্রস্তাবসমূহ গুরুত্বের সাথে বিবেচনা করবে এনবিআর।