নূর মোহাম্মদ : [২] বাংলাদেশে আল জাজিরা টেলিভিশন নেটওয়ার্কের সম্প্রচার বন্ধে রিটের শুনানি শেষ হয়েছে। বিকেল ৩ টায় এ বিষয়ে আদেশ দিবেন হাইকোর্ট।
[৩] আজ আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। বিটিআরসির পক্ষে ছিলেন ব্যারিস্টার রেজা-ই রাকিব। রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার এনামুল কবির ইমন।
[৪] এর আগে গত ১৫ ফেব্রুয়ারি আদালতে ৬ জন অ্যামিকাস কিউরির মধ্যে ৫ জনই মত দেন যে রিটট গ্রহণযোগ্য নয়। ৫ জন হলেন-জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, ফিদা এম কামাল, কামাল উল আলম, প্রবীর নিয়োগী ও শাহদীন মালিক। তবে আব্দুল মতিন খসরু বলেন, ডকুমেন্টরি সরাতে আদালত আদালত আদেশ দিতে পারেন। এটা না করলে তারা আবারো করতে পারে।