শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:২২ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড সংক্রমণ শেষ হলেও স্থায়ীভাবে যেকোনো জায়গা থেকে কাজের সুযোগ পাবেন সুইডেনের স্পটিফাই কর্মীরা

দেবদুলাল মুন্না: [২] বাসা কিংবা অফিস, যেকোনো জায়গা থেকে কোভিড সংক্রমণের সময় শেষ হলেও কাজ করার সুবিধা পাবেন স্পটিফাই কর্মীরা। এক ব্লগ পোস্টে সুইডেনের মিউজিক কোম্পানিটি এই তথ্য জানিয়েছে। খবর এনগ্যাজেট ও ডিজিনেট ।

[৩] কোভিড-১৯ মহামারিতে টুইটার, ফেসবুক, মাইক্রোসফটসহ বিশ্বের নামি-দামি অনেক প্রতিষ্ঠানই বাড়িতে বসে কাজের সুযোগ দিয়েছে। তবে স্পটিফাই সম্ভবত দীর্ঘ মেয়াদে এটি বাস্তবায়ন করতে যাচ্ছে। ‘ওয়ার্ক ফ্রম এনিওয়ার’ প্রোগ্রামের আওতায় কর্মীরা অফিস কিংবা বাসাকে বেছে নিতে পারবেন। কোভিড সংক্রমণের কালেও ছিল। এটি স্থায়ীভাবেই চলবে বলে আপাতত জানানো হয়েছে।

[৪] ভালো ইন্টারনেট সংযোগ থাকলে কর্মীরা যেকোনো জায়গা থেকে কাজ করতে পারবেন। তবে যদি ভালো ইন্টারনেট সংযোগ না থাকে এবং আশেপাশে স্পটিফাইয়ের অফিস না থাকে তাহলে নিকটবর্তী স্থানে কো-ওয়ার্কিং স্পেস ভাড়া দেয়া প্রতিষ্ঠানের সাথে উক্ত কর্মীকে যুক্ত করে দেবেন, যাতে ঐ কর্মী ঐ স্থানে গিয়ে কাজ করতে পারে।

[৫] সম্প্রতি সেলসফোর্সও একই ধরণের ঘোষণা দিয়েছে। স্থায়ীভাবে বাসা থেকে কাজ করার সুযোগ পাচ্ছেন কর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়