দেবদুলাল মুন্না: [২] বাসা কিংবা অফিস, যেকোনো জায়গা থেকে কোভিড সংক্রমণের সময় শেষ হলেও কাজ করার সুবিধা পাবেন স্পটিফাই কর্মীরা। এক ব্লগ পোস্টে সুইডেনের মিউজিক কোম্পানিটি এই তথ্য জানিয়েছে। খবর এনগ্যাজেট ও ডিজিনেট ।
[৩] কোভিড-১৯ মহামারিতে টুইটার, ফেসবুক, মাইক্রোসফটসহ বিশ্বের নামি-দামি অনেক প্রতিষ্ঠানই বাড়িতে বসে কাজের সুযোগ দিয়েছে। তবে স্পটিফাই সম্ভবত দীর্ঘ মেয়াদে এটি বাস্তবায়ন করতে যাচ্ছে। ‘ওয়ার্ক ফ্রম এনিওয়ার’ প্রোগ্রামের আওতায় কর্মীরা অফিস কিংবা বাসাকে বেছে নিতে পারবেন। কোভিড সংক্রমণের কালেও ছিল। এটি স্থায়ীভাবেই চলবে বলে আপাতত জানানো হয়েছে।
[৪] ভালো ইন্টারনেট সংযোগ থাকলে কর্মীরা যেকোনো জায়গা থেকে কাজ করতে পারবেন। তবে যদি ভালো ইন্টারনেট সংযোগ না থাকে এবং আশেপাশে স্পটিফাইয়ের অফিস না থাকে তাহলে নিকটবর্তী স্থানে কো-ওয়ার্কিং স্পেস ভাড়া দেয়া প্রতিষ্ঠানের সাথে উক্ত কর্মীকে যুক্ত করে দেবেন, যাতে ঐ কর্মী ঐ স্থানে গিয়ে কাজ করতে পারে।
[৫] সম্প্রতি সেলসফোর্সও একই ধরণের ঘোষণা দিয়েছে। স্থায়ীভাবে বাসা থেকে কাজ করার সুযোগ পাচ্ছেন কর্মীরা।