শিরোনাম
◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর ◈ জাতির প্রকৃত শক্তি শুধু সম্পদের মধ্যেই নয়: প্রধান উপদেষ্টা ◈ গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন শিগগিরই: ট্রাম্প ◈ জুলাই বিপ্লবের পর রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পাইনি — উপদেষ্টা আসিফ মাহমুদ (ভিডিও) ◈ ক্ষুদ্র ইন্টারনেট অপারেটরদের বাজার থেকে হটাতে ডিডস আক্রমণ চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব ◈ হিন্দুদের কারো কারো ‘জামায়াতে যোগ দেওয়ার’ কারণ কী, তাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ আছে? ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে সি‌রি‌জে ২-১ এ এ‌গি‌য়ে গে‌লো আফগা‌নিস্তান ◈ নো হাংকি পাংকি’? এটা কি রাজনৈতিক ভাষা হতে পারে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ◈ গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে, ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৩৯ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খোঁজ মিলল ডাক দিয়াছেন দয়াল আমারে গানের আসল গীতিকারের

ডেস্ক নিউজ:এন্ড্রু কিশোরের গাওয়া গানটি প্রায় ৩৯ বছর আগের। জহিরুল হক পরিচালিত ‘প্রাণ সজনী’ ছবির গান এটি। গানটির সুরকার ও সংগীত পরিচালক আলম খান।অত্যন্ত জনপ্রিয় এই গানের গীতিকারের নাম এতোদিন ভুল জেনে এসেছেন শ্রোতারা! গানটির গীতিকার হিসেবে এতোদিন লেখা হতো প্রখ্যাত গীতিকার মনিরুজ্জামান মনিরের নাম। কিন্তু এ গানের গীতিকার আসলে তিনি নন! আসল গীতিকার হলেন সৈয়দ আসাদউদ্দৌলা শিরাজী।

প্রয়াত এই গীতিকারের মেয়ে সৈয়দ গুলরুখ মহল শিরাজীর আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কপিরাইট অফিস এই সিদ্ধান্ত দিয়েছে।কপিরাইট অফিসের রেজিস্ট্রার অব কপিরাইটস জাফর রাজা চৌধুরী ডিবিসি নিউজকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন,''সৈয়দ আসাদউদ্দৌলা শিরাজীর মেয়ে সৈয়দ গুলরুখ মহল শিরাজী একটি আবেদন করেন আমাদের কাছে। সেই আবেদনের মাধ্যমে আমরা অবগত হই, 'ডাক দিয়াছেন দয়াল আমারে' গানটির গীতিকার সৈয়দ আসাদউদ্দৌলা শিরাজী। তিনি যে তথ্যপ্রমাণ দিয়েছেন তাতেও এটা প্রমাণিত।

তিনি আরো জানিয়েছেন,গানটি আসাদউদ্দৌলা শিরাজীর মাজারে দীর্ঘদিন থেকে পরিবেশিত হয়ে আসছে। গানটি ১৯৬৫ সালে প্রকাশিত একটি গ্রন্থেও রয়েছে।’সম্প্রতি, একটি ইউটিউব চ্যানেলে এ গানের গীতিকার হিসেবে মনিরুজ্জামান মনিরের নাম উল্লেখ থাকার বিষয়টি তাদের নজরে এসেছে বলেও জানান তিনি। জাফর রাজা চৌধুরী বলেন,''এ বিষয়ে মনিরুজ্জামান মনিরের কাছে কপিরাইট অফিস থেকে ব্যাখ্যা চাইলে তিনি জানিয়েছেন যে, তিনি গানটির গীতিকার দাবি করেন না। সুরকার আলম খানও মনিরুজ্জামানের পক্ষে কোনো বক্তব্য দেননি।''ডিবিসি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়