শিমুল মাহমুদ: [২] সোমবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) করোনা টিকা গ্রহণ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা একথা বলেন। টিকা গ্রহণের পর আধা ঘণ্টা তিনি সেখানে অবজারভেশনে ছিলেন। টিকা দান ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন তিনি।
[৩] দেশের সব ভোটারকে নিজ নিজ এলাকায় টিকা নেয়ার আহ্বান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেন, আসলেই উৎসবমুখর পরিবেশ। আমার খুব ভালো লেগেছে। টিকা নিয়ে কোনো রকমের সমস্যা ফেস করিনি। আধঘণ্টা অবজারভেশনে ছিলাম। আমার কোনো অসুবিধা হয়নি। আমি অনুরোধ করবো আমার ভোটারদের, আপনারা প্রত্যেকে স্বাচ্ছন্দ্যে নিজ নিজ এলাকায় এই টিকা গ্রহণ করুন।
[৪] তিনি আরো বলেন, এটা করোনা থেকে রক্ষার অত্যন্ত ফলপ্রসূ উপায়। টিকা নেয়ার পর কোনো অসুবিধা হয় না।