রাশিদুল ইসলাম : [২] ছোট্ট ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করলেন ‘দ্য গুড প্লেস’ খ্যাত ব্রিটিশ অভিনেত্রী জামিলা জামিল। যতবার ভারতের কৃষক আন্দোলনকে নিয়ে তিনি মুখ খুলছেন, ততবারই তার ইনবক্সে উপচে পড়ছে প্রাণহানির হুমকি। এমনকি ধর্ষণের হুমকি পর্যন্ত তিনি পাচ্ছেন। টাইমস অব ইন্ডিয়া
[৩] জামিলা শুধু অভিনেত্রী নন, তিনি একজন নামকরা লেখিকা, মডেল এবং সমাজকর্মী। ভারতের চলতি কৃষক আন্দোলন নিয়ে শুরু থেকেই স্বাধীনভাবে মত প্রকাশ করছিলেন জামিলা। কখনও টুইটারে, কখনও ইনস্টাগ্রামে। যারা কৃষকদের পাশে দাঁড়িয়েছেন, তাদেরকেও সমর্থন করার পর বারবার এমন হুমকি পাওয়ার পর, অস্বস্তিতেই ভুগছেন অভিনেত্রী।
[৪] ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, যতই আমার মুখ বন্ধ করে দেওয়ার জন্য ইনবক্সে হুমকি দাও, মনে রেখো আমিও মানুষ। একটা সীমা পর্যন্ত সহ্য করা যায়। তারপর নয়।
[৫] জামিলা এও লিখেছেন, আমি এরপরেও কৃষকদের সমর্থন করব। এবং এই আন্দোলনে যারাই কৃষকদের হয়ে লড়ছেন, তাদের পাশে আমি আছি, থাকব।
[৬] অস্কারজয়ী অভিনেত্রী সুজান সারানডন টুইটারে কৃষক আন্দোলনের ‘পাশে থাকার’ বার্তা দিয়েছেন। পপ গায়িকা রিহানা, গ্রেটা থুনবার্গের টুইটকে ঘিরে ভারতে এক তুমুল হট্টগোলের সৃষ্টি হয়েছে।