মনিরুল ইসলাম: [২] এই সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই বাংলাদেশ রাষ্ট্র আজ অরক্ষিত বলে মনে করে বাংলাদেশ কল্যাণ পার্টি। বিশ্বের কোনো রাষ্ট্রকে প্রভু মনে করার জন্য ১৯৭১ সালে রণাঙ্গনে মহান মুক্তিযুদ্ধ করেননি বীর মুক্তিযোদ্ধারা।
[৩] বুধবার মহাখালী ডিওএইচএস-এ কল্যাণ পার্টির চেয়ারম্যান কার্যালয়ে লে. কমান্ডার ফয়সাল মেহেদীর কল্যাণ পার্টিতে যোগদান অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসির (অব.)এ কথা বলেন।
[৪] মেহেরপুরের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও সাবেক সেনা কর্মকর্তা ফয়সাল মেহেদী এ সময় কল্যাণ পার্টির প্রাথমিক সদস্যও ফরম পূরণ করেন।
[৫] তিনি বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌম্বকে শক্তিশালী করতে সরকারকে দুর্বল নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে আসার আহবান জানান।
[৬] তিনি আরও বলেন, এই সরকার নানাভাবে প্রমাণ করে চলেছেন তারা দেশ পরিচালনায় ব্যর্থ ।শুধু তাই নয় বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব তাদের কাছে নিরাপদ নয়। বর্তমান সরকার মুখে গণতন্ত্রের কথা বললেও বাস্তবে একদলীয় শাসন চলছে দেশে।
[৭] এ সময় আরও উপস্থিত ছিলেন কল্যাণ পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব আলহাজ্জ নুরুল কবির ভুইয়া পিন্টু, পার্টি চেয়ারম্যানের সামরিক বিষয়ক উপদেষ্টা কর্নেল (অব.) কামাল আহম্মেদ (অব) ও যুগ্ম মহাসচিব (দপ্তর) আল আমিন ভূঁইয়া রিপন প্রমুখ।