জুলফিকার আমীন সোহেল: [২] পিরোজপুরের মঠবাড়িয়ায় মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় করোনা ভাইরাসের ৮ হাজার ৫শ ডোজ টিকা পৌঁছেছে। উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা (টি.এইচ.এ) ডা. মো. আলী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এ টিকা গ্রহণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু, প্রেসক্লাব সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, সাবেক সভাপতি আবদুস সালাম আজাদীসহ বিভিন্ন গণমাধ্যম কর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
[৩] প্রথম ধাপে আগামী ৭ ফেব্রুয়ারি ১৫টি ক্যাটাগড়িতে আনুষ্ঠানিক ভাবে মানবদেহে এ ভ্যাকসিন পুশ করা শুরু হবে। অগ্রাধিকার ভিত্তিতে সরকারি, বেসরকারি কর্মকর্তা, মুক্তীযোদ্ধা, সাস্থ্যকর্মী, আইন শৃংঙ্খলা বাহিনী, গণমাধ্যম কর্মীরা রয়েছেন।
[৪] এ ছাড়াও যারা প্রথমে রেজিস্ট্রেশন করবে তাদের মধ্যে ৫৫ বছরের উপরে যাদের বয়স তাদের শরীরে পর্যায়ক্রমে এ ভ্যাকসিন পুশ করা হবে। সম্পাদনা: ফরহাদ বিন নূর