শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২১, ০১:৩৭ রাত
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২১, ০১:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মহামারি করোনা ভাইরাসের ওপরে চলচ্চিত্র নির্মাণ করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী

সমীরণ রায়: [২] রোববার রেইনবো ফিল্ম সোসাইটি আয়োজিত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে ড. হাছান মাহমুদ বলেন, করোনার প্রতিকূল পরিবেশের সঙ্গে আর্থিক দৈন্য নিয়ে এ ধরনের একটি উৎসব করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই। করোনার কারণে জীবন থমকে গেলেও রেইনবো চলচ্চিত্র সংসদ থেমে যায়নি। উল্টো দিকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে, সে কারণে ২০১৯-২০ অর্থবছরের তুলনায় ২০২০-২১ অর্থবছরে আমাদের রেমিটেন্স বেড়েছে। এশিয়ার মধ্যে সবচেয়ে সক্ষম দেশে পরিণত হয়েছি।

[৩] তথ্যমন্ত্রী বলেন, চলচ্চিত্র সবসময় জীবনের কথা বলে। সমকালকে ধারণ করেই নির্মিত হয় একটি চলচ্চিত্র। সে কারণে করোনার ওপরে চলচ্চিত্র নির্মিত হতে পারে। বর্তমানে ওটিটি মাধ্যমে প্রতি মানুষের ঝোঁক বাড়লেও সিনেমা হলে প্রতি মানুষের আগ্রহ একেবারে কমে গেছে, এ কথা সত্য নয়।

[৪] পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, নয় দিনের এই উৎসবে রাজনীতিবিদ থেকে বোদ্ধারা অংশ নিয়েছেন। সে কারণে বিদেশি অতিথিরা না এলেও এই উৎসবের অর্জন একেবারে কম নয়। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন হয়েছে এ উৎসবের মাধ্যমে।

[৫] সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, বঙ্গবন্ধুর হাত ধরেই এ দেশে চলচ্চিত্র শিল্পের যাত্রা শুরু হয়েছিল। আর্থিকভাবে এই উৎসবকে সহযোগিতা করতে আমরা সবসময় প্রস্তুত থাকি। এ দেশের ইতিহাস সংরক্ষণে চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়