চাটমোহর (পাবনা) প্রতিনিধি : [২] বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে পাবনার চাটমোহর উপজেলায় আলুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ঘরে ঢুকে গেছে। এ সময় ওই ট্রাকটির নিচে চাপা পড়ে লিটন আলী নামে (২৫) এক যুবক নিহত হয়েছেন।
[৩] নিহত লিটন আলী একই এলাকার কালীপদ হাড়ির ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।
[৪] হান্ডিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন যুগান্তরকে জানান, লিটন আলী স্ত্রী ও সন্তান নিয়ে চাটমোহর-মান্নাননগর সড়কের পাশে ঘর তুলে বসবাস করছিলেন।
[৫] সকাল সাড়ে ৭টার দিকে নিজের ঘরে ঘুমাচ্ছিলেন লিটন আলী।
[৬] চাটমোহর থানার ওসি আমিনুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।