স্পোর্টস ডেস্ক : [২] অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এমন এক ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পরে কী করে চুপ থাকতে পারেন শচীন টেন্ডুলকার, বীরেন্দ্র শেহবাগরা। টুইটারে ব্যক্ত করে দিচ্ছেন যাবতীয় উচ্ছ্বাস। এক সময়ে এই লড়াইটা সামনে থেকে লড়েছিলেন তারাও, তাই কতটা নিষ্ঠা, পরিশ্রম এবং মনোসংযোগ প্রয়োজন তা ভালই জানেন।
[৩] চতুর্থ টেস্ট এবং সিরিজ জয়ের পর দুটো টুইট করেছেন ভারতীয় ক্রিকেটের ঈশ্বর। লিখলেন, প্রত্যেক সেশনে আমরা একজন করে নতুন হিরো আবিষ্কার করেছি। যতবার আঘাত পেয়েছি, ততবার সোজা এবং আরও লম্বা হয়ে দাঁড়িয়েছি। ভয়হীন ক্রিকেট খেলেছি কিন্তু দায়িত্বহীন নয়। প্রতিটা আঘাত, অনিশ্চয়তা স্থৈর্য এবং আত্মবিশ্বাস দিয়ে মোকাবিলা করেছি। অন্যতম সেরা সিরিজ জয়, ভারতীয় দলকে অভিনন্দন।
[৪] এতেই থামেননি শচীন। প্রথম টেস্টে ৩৬ রানে অলআউট হওয়ার প্রসঙ্গ তুলে বলেছেন, পৃথিবীর যেখানে যে আছ, যদি জীবনে কখনও ৩৬ বা তার কম করো, মনে রাখবে সেটাই শেষ নয়। স্প্রিং পেছনে টানে তোমায় সামনে ঠেলার জন্যই। আর সাফল্য পেলে তাদের ভুলে যেওয়া না, যারা দুঃসময়ে পাশে ছিল।
[৫] শচীনের মতো দার্শনিক টুইট অবশ্য শেহবাগের নয়। তিনি বরাবরের মতোই চাঁছাছোলা, রগরগে। বললেন, ভারতের অনেকেই চোট পেয়েছে, তবে সবথেকে বেশি আঘাত পেয়েছে অস্ট্রেলিয়ানদের ঔদ্ধত্য এবং গর্ব। এই সিরিজটা একটা সিনেমার মতো ছিল যেখানে ভারতীয় দলের সবাই হিরো, কেউ কেউ সুপারহিরো। এরপরেই ঋষভ পন্থের উদ্দেশে লিখে দিলেন, স্পাইডারম্যান, আমার মন চুরি করে নিয়েছ। ভারতকে অভিনন্দন জানিয়েছেন কিংবদন্তি ক্যারিবিয়ান ব্যাটসম্যান স্যর ভিভিয়ান রিচার্ডসও।
[৬] ক্রীড়াজগত, সিনেজগত এবং রাজনৈতিক দুনিয়া, সব ক্ষেত্র থেকে টুইটার বার্তায় ভাসছে টিম ইন্ডিয়া। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অক্ষয় কুমার, প্রীতি জিন্টা, যুবরাজ সিং, গৌতম গম্ভীর, ভিভিএস লক্ষ্মণ, হরমনপ্রীত কৌর, স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন, আদিত্য ঠাকরে, সানি দেওল, মিতালি রাজ, হরভজন সিং, কেউ বাদ যাননি অভিনন্দন জানাতে। - আজকাল/ জি নিউজ