লক্ষ্মীপুর প্রতিনিধি : [২] বর্তমান সরকার নারী বান্ধব সরকার। তাই নারীদের শুধু ঘরে বসে থেকে স্বামীর দিকে তাকিয়ে থাকলে হবে না। ক্ষুদ্র কুটিরশিল্প, হাস-মুরগী পালন ও বাড়ির উঠোনে সবজি চাষের মাধ্যমে নারীদেরকে পুরুষের পাশাপাশি উৎপাদন মুখী কাজে জড়িত হতে হবে।
[৩] বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন এবং কোভিড-১৯ প্রতিরোধ বিষয়ক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা।
[৪] এসময় ইউএনও তাপ্তি চাকমা আরো বলেন, নারী ও শিশু নির্যাতনের পাশাপাশি ছেলে শিশুরাও যৌন হয়রানির শিকার হচ্ছে। এর থেকে উত্তোরণের জন্য প্রয়োজন অভিবাবক দের সচেতনতা। এছাড়াও তিনি বেসরকারী উন্নয়ন সংস্থা জেন্ডার এন্ড এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট সোসাইটি (জেমস) রামগঞ্জ উপজেলায় কভিড-১৯ মোকাবেলায় সচেতনতা মূলক কার্যক্রম ও মাস্ক বিতরণের প্রশংসা করেন। সম্পাদনা: জেরিন আহমেদ