শিরোনাম
◈ তিন লাল কার্ডের ম‌্যা‌চে নাপোলির জয় ◈ বাংলাদেশের প্রতি ভারতের শত্রুভাবাপন্ন নীতি এখনো বদলায়নি ◈ শেষ মুহূ‌র্তে ম‌্যান‌চেস্টার সি‌টি‌কে জয়ব‌ঞ্চিত কর‌লো চেল‌সি ◈ মাদুরোকে আটকের পর উত্তাল ভেনেজুয়েলা: রাজপথে নামার ডাক দিলেন ছেলে মাদুরো গেরা ◈ ভোররাতে ৫.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো সিলেট ◈ সীমান্তে ব্রিজ নির্মাণের চেষ্টা, বিজিবির বাধার মুখে নির্মাণাধীন ব্রিজ ফেলে পালাল বিএসএফ ◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয়

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২০, ১০:০১ দুপুর
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০২০, ১০:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পূর্বধলায় শিশু বলাৎকারের অভিযোগে মোয়াজ্জিন গ্রেপ্তার

হাবিবুর রহমান: [২] নেত্রকোনার পূর্বধলায় শিশু শিক্ষার্থীকে (০৫) বলাৎকারের অভিযোগে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাতে আরিফুল ইলাম (৩২) নামের এক মোয়াজ্জিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] অভিযুক্ত আরিফুল ইলাম উপজেলার বিশকাকুনী ইউনিয়নের ধোবারুহী গ্রামের তাজুল ইসলামের ছেলে ও উপজেলা পরিষদ জামে মসজিদের মোয়াজ্জিন।

[৪] স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায়, ওই মোয়াজ্জিন তার স্ত্রীকে নিয়ে উপজেলা সদরের আমতলা এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। সেখানে স্থানীয় শিশু শিক্ষার্থীদেরকে আরবী পড়ানোর পাশাপাশি মসজিদে মোয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন।

[৫] গত মঙ্গলবার দুপুরে ওই শিশুটি তার বাসায় পড়তে আসলে শিশুটিকে একা পেয়ে মোয়াজ্জিন আরিফুল ইলাম তাকে বলাৎকার করেন। পরে ঘটনাটি শিশু তার পরিবারকে জানালে ওই দিনই শিশুর মা উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবগত করেন।

[৬] উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা পরিষদ জামে মসজিদ কমিটির সভাপতি উম্মে কুলসুম জানান, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় মোয়াজ্জিনকে তাৎক্ষণিক স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।

[৭] পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে মঙ্গলবার রাতে আরিফুল ইলামকে আসামি করে পূর্বধলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯’র (১) ধারায় একটি মামলা দায়ের করেছেন।

[৮] মামলা দায়েরের পরপরই পুলিশ রাতেই অভিযান চালিয়ে ওই ভাড়া বাসা থেকে মোয়াজ্জিন আরিফুল ইলামকে গ্রেপ্তার করে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়