তপু সরকার: ৩৯ বছর চাকুরীর পর আবসরে গেলেন টি এস আই মোঃ নজরুল ইসলাম ।
বিগত ৩৪ বছর বাংলাদেশের বিভিন্ন জেলায় চাকুরী করলেও , শেরপুর জেলায় গত ৫ বছর আগে যোগদান করেন তিনি।
সোমবার বেলা সারে ৩টায় অবসর জনিত বিদায় সংবর্ধনায় শেরপুরের থানা মোড় পুলিশ বক্সে ট্রাফিক ইন্সপেক্টর-প্রশাসন -১ মোঃ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলার ট্রাফিক সার্জেন মোঃ রুবেল মিয়া ও সার্জেন মির্জা বাসেদ বেগ, এটি এস আই ওয়াহেদুজ্জামান ও ট্রাফিকে দায়িত্বে থাকা বিভিন্ন কস্টেবল গন ।
ট্রাফিক ইন্সপেক্টর-প্রশাসন-১ তিনি বলেন নজরুল ইসলাম একজন দক্ষ সরকারি কর্মকর্তা হিসেবে সুনামের সাথে শেরপুর সদরে দায়িত্ব পালন করেছেন।