রাশিদুল ইসলাম : [২] ভারতের অযোধ্যায় বাবরি মসজিদের বিকল্প মসজিদ নির্মাণের জন্য উত্তরপ্রদেশ সরকার জমি চিহ্নিত করার পর এই প্রথম অছি পরিষদ তাদের বৈঠকে প্রস্তাবিত মসজিদ ও হাসপাতালের নকশা প্রকাশ করল। মিন্ট/টাইমস অব ইন্ডিয়া/ইন্ডিয়া টুডে
[৩] আগামী বছরের শুরুতে মসজিদের নির্মাণ কাজ শুরু হবে। মসজিদের পাশের জমিতে তৈরি হবে একটি অত্যাধুনিক হাসপাতাল। শুধু অযোধ্যা কেন, ভারতে সরকারি উদ্যোগে এখনও পর্যন্ত এধরনের হাসপাতাল নেই বলে পরিষদের অনেকের দাবি। তবে হাসপাতাল নির্মিত হবে দুটি পর্যায়ে।
[৪] ইন্দো ইসলামিক কালচারাল ফেডারেশন ট্রাস্ট বলছে ওই মসজিদের নাম এখনও ঠিক হয়নি। তবে মোটামুটি ভাবে সিদ্ধান্ত হয়েছে যে মসজিদের নাম কোনও সুলতান বা সম্রাটের নামে নামকরণ করা হবে না।
[৫] অছি পরিষদের সদস্যরা বলছেন, মসজিদের এই ছবিকম্পিউটার জেনারেটেড। একে আর্টিস্ট ইমপ্রেশন বলা যেতে পারে। এর উপর খুঁটিনাটি কাজ বাকি রয়েছে। তবে মসজিদের ছাদ হবে কাচের। পাশে থাকবে ল্যান্ডস্কেপড সুবিশাল বাগান।