শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, দক্ষিণ আফ্রিকায় চীন, রাশিয়া ও ইরানের যৌথ নৌ মহড়া ◈ কিশোরগঞ্জে হোটেলের লিফটে বরসহ ১০ জন আটকা, দেয়াল ভেঙে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা ◈ তেহরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক রাতেই ২০০-র বেশি বিক্ষোভকারী নিহত ◈ মিত্র হারিয়ে কোণঠাসা খামেনি: ভেনেজুয়েলা থেকে তেহরান—ইরানের শাসন কি শেষ অধ্যায়ে? ◈ নির্বাচনের আগে টার্গেট কিলিংয়ের ছোবল, নিরাপত্তা নিয়ে শঙ্কা ◈ অ‌স্ট্রেলিয়ান বিগ ব‌্যাশ, রিশাদের দুর্দান্ত বোলিংয়ে শীর্ষস্থানে হোবার্ট ◈ যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা, প্রতিক্রিয়ায় যা জানাল ভারত (ভিডিও) ◈ টানা ছয় হার কাটিয়ে জয়ের মুখ দেখল নোয়াখালী এক্সপ্রেস ◈ বাংলাদেশের বিশ্বকাপ খেলা না চাওয়ায় যা বলল ভারত ◈ তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২০, ০৯:৪২ সকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২০, ০৯:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝিনাইদহে প্রেমিকের আত্মহত্যার ৩ দিন পর প্রেমিকার আত্মহত্যা

ফিরোজ আহম্মেদ: [২] ‘"গুড বাই’" বলে প্রেমিকার কাছ থেকে বিদায় নিয়ে গাছের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে প্রেমিক সুমন হালদার। সুমন হালদারে আত্মহত্যা কথা শুনে কষ্ট সইতে না পেয়ে (৩দিন) পর বুধবার দিবাগত রাতে প্রেমিকা মিনা আক্তারও গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার কাতলামারি গ্রামের।

[৩] স্থানীয়রা জানায়, প্রেমিক সুমন বিশ্বাস ও মিনা আক্তার ছিলেন দুই ধর্মের। সদর উপজেলার কাতলামারী গ্রামে কসমেটিক্স এর দোকানে থাকতো ওই গ্রামের কৃষ্ণপদ বিশ্বাসের ছেলে সুমন বিশ্বাস। দোকানে আসা যাওয়ার কারণে একই গ্রামের সুমন ও মিনা আক্তারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত মে মাস থেকে তাদের এই সম্পর্ক শুরু হয়।

[৪] দিন যাওয়ার সাথে সাথে তাদের প্রেমের সম্পর্ক আরো গভির হয়।পরিবারের মানুষেরা দুজনে প্রেমের বিষয়টি টের পেয়ে চাপ দিতে শুরু করে মিনা আক্তারের উপর। একথা শুনতে পেয়ে গত ৩০ নভেম্বর রাতে দোকান বন্ধ করে মিনা আক্তারের সাথে দেখা করতে যায় সুমন। কথা বলার এক পর্যায়ে উভয়ের মাঝে মান-অভিমান হয়। তখন প্রেমিক সুমন গুড বাই বলে মিনার ওড়না নিয়ে চলে যায়।

[৫] সেখান থেকে মিনা আক্তারের বাড়ির পাশে একটি গাছের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা করে সুমন। মিনা টের পেয়ে পরিবারের লোকজন নিয়ে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। প্রেমিক সুমন বিশ্বাস মারা যাওয়ার পর বিষয়টি মেনে নিতে পারেনি প্রেমিকা মিনা আক্তার। সে বিমর্ষ হয়ে পড়ে । অবশেষে বৃহস্পতিবার ভোররাতে মিনা আক্তার নিজ ঘরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।

[৬] ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বিষয়টি নিশ্চিত করে বলেন, সুমনের লাশের ময়না তদন্ত করা হয়েছে। মিনার লাশ ময়না তদন্ত করা হবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়