শিরোনাম
◈ বিএনপি ক্ষমতায় এলে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা: ঘোষণা তারেক রহমানের ◈ সে‌মিফাইনা‌লে হে‌রে বিশ্বকাপে তৃতীয় হ‌লো বাংলাদেশ, সোমবার ফাইনালে ভারতের মু‌খোমু‌খি চাইনিজ তাইপে ◈ সে‌মিফাইনা‌লে ইরান‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের ফাইনালে ভারত ◈ ফের রাজশাহীতে রেলপথ অবরোধ, ৬ ট্রেনের সিডিউল বিপর্যয় ◈ কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক, যে তথ্য জানালেন নাহিদ ইসলাম ◈ ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার ◈ গত ২৪ ঘণ্টায় ৯০ বারের বেশি ভূমিকম্প, সতর্ক থাকার পরামর্শ ◈ দণ্ডিত হাসিনা–কামালকে ফেরত চেয়ে ভারতকে আনুষ্ঠানিক চিঠি ঢাকার ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ: ভূমিকম্প আতঙ্কের মধ্যেই এবার ঘূর্ণিঝড়ের আভাস ◈ ভূমিকম্প আতঙ্ক : বিদ্যালয় বন্ধের বিষয়ে স্পষ্ট করলেন উপদেষ্টা

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২০, ০২:০৭ রাত
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২০, ০২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালিয়াকৈরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

ফজলুল হক: [২] গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জালশুকা এলাকায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তিন দিন যাবৎ অনশন করছেন এক তরুণী।

[৩] এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, গত তিন বছর যাবৎ জালশুকা এলাকার মোকছেদের ছেলে খোকন হোসেনের সাথে ওই তরুণীর প্রেমের সম্পর্ক। বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে। একপর্যায়ে মেয়েটি বিয়ের কথা বললে প্রেমিক খোকন বিয়ে করবে না বলে জানায়।

[৪] এরই সূত্র ধরে গত শুক্রবার থেকে খোকনের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছে তরুণী। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার মাতবর ও জনপ্রতিনিধিরা গ্রাম পুলিশ দিয়ে মেয়েকে পাহারা দিয়ে রেখেছেন। তবে ছেলের বাড়ির লোকজন ঘরে তালা দিয়ে চলে গেছেন।

[৫] অনশনকৃত তরুণী জানান, গত ৩ বছর আগে আমার সাথে খোকনের সম্পর্ক হয়। বিয়ের কথা বলে এখন বিয়ে না করায় আমি গত শুক্রবার থেকে তার বাড়িতে অবস্থান করছি। যে পর্যন্ত আমাকে বিয়ে না করবে ততক্ষণ পর্যন্ত আমি ওই বাড়িতেই অনশন করব।

[৬] তরুণীর বাবা জানান, আমার মেয়ের সাথে কয়েক বছর ধরে ওই ছেলের সম্পর্ক। ছেলে বিয়ে করবে বলে তাদের বাড়িতে ডেকে নিয়েছে। গত শুক্রবার থেকে মেয়েটি ওই বাড়িতে রয়েছে মেম্বর ও গ্রাম পুলিশের হেফাজতে।

[৭] আটাবহ ইউনিয়নে ৩ নম্বর ওয়ার্ডের মেম্বর আয়নাল হক জানান, মেয়েটিকে হেফাজতের জন্য গ্রাম পুলিশ দিয়ে পাহারা দিয়ে রেখেছি।

[৮] উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন জানান, বিষয়টি আমার জানা নেই। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: সাদেক আলী

.

  • সর্বশেষ
  • জনপ্রিয়