শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২০, ০২:০৭ রাত
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২০, ০২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালিয়াকৈরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

ফজলুল হক: [২] গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জালশুকা এলাকায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তিন দিন যাবৎ অনশন করছেন এক তরুণী।

[৩] এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, গত তিন বছর যাবৎ জালশুকা এলাকার মোকছেদের ছেলে খোকন হোসেনের সাথে ওই তরুণীর প্রেমের সম্পর্ক। বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে। একপর্যায়ে মেয়েটি বিয়ের কথা বললে প্রেমিক খোকন বিয়ে করবে না বলে জানায়।

[৪] এরই সূত্র ধরে গত শুক্রবার থেকে খোকনের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছে তরুণী। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার মাতবর ও জনপ্রতিনিধিরা গ্রাম পুলিশ দিয়ে মেয়েকে পাহারা দিয়ে রেখেছেন। তবে ছেলের বাড়ির লোকজন ঘরে তালা দিয়ে চলে গেছেন।

[৫] অনশনকৃত তরুণী জানান, গত ৩ বছর আগে আমার সাথে খোকনের সম্পর্ক হয়। বিয়ের কথা বলে এখন বিয়ে না করায় আমি গত শুক্রবার থেকে তার বাড়িতে অবস্থান করছি। যে পর্যন্ত আমাকে বিয়ে না করবে ততক্ষণ পর্যন্ত আমি ওই বাড়িতেই অনশন করব।

[৬] তরুণীর বাবা জানান, আমার মেয়ের সাথে কয়েক বছর ধরে ওই ছেলের সম্পর্ক। ছেলে বিয়ে করবে বলে তাদের বাড়িতে ডেকে নিয়েছে। গত শুক্রবার থেকে মেয়েটি ওই বাড়িতে রয়েছে মেম্বর ও গ্রাম পুলিশের হেফাজতে।

[৭] আটাবহ ইউনিয়নে ৩ নম্বর ওয়ার্ডের মেম্বর আয়নাল হক জানান, মেয়েটিকে হেফাজতের জন্য গ্রাম পুলিশ দিয়ে পাহারা দিয়ে রেখেছি।

[৮] উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন জানান, বিষয়টি আমার জানা নেই। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: সাদেক আলী

.

  • সর্বশেষ
  • জনপ্রিয়