লক্ষ্মীপুর প্রতিনিধি: [২] জেলার সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নে আহসান উল্যাহ মৃধা জামে মসজিদের পুনঃনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।
[৩] শুক্রবার বাদ জুম্মা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ বেল্লাল হোসেন ও বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক সৈয়দ ইকবাল হোসেন মসজিদের উদ্বোধনী ফলক উন্মোচন করেন।
[৪] পবিত্র জুমার নামাজ আদায়ের মাধ্যমে পুনঃনির্মিত ভবনে মসজিদের কার্যক্রম শুরু হয়েছে। জুমার নামাজে দেশ, জাতি ও লক্ষ্মীপুরবাসীর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত মুসল্লীদের খাবার বিতরণ করা হয়।
[৫] উল্লেখ্য, ১৮৯৩ সালে লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম গংগাপুর গ্রামে আহছান উল্যাহ মৃধা জামে মসজিদটি স্থাপিত হয়। ২০২০ সালে মসজিদের নতুন ভবন নির্মাণ করা হয়েছে। সম্পাদনা: জেরিন