শিরোনাম
◈ ঘুমন্ত স্ত্রী-সন্তানসহ ৬ জনের শরীরে পেট্রল ঢেলে আগুন, দুজনের মৃত্যু ◈ ভেস্তে যাওয়ার দ্বারপ্রান্তে যুদ্ধবিরতি: গাজায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর ◈ সোনার দাম একলাফে কমলো সাড়ে ১০ হাজার টাকা ◈ ইতালিতে রেসিডেন্স পারমিট পাওয়ায় শীর্ষ তিনে বাংলাদেশিরা ◈ গাজায় ইসরাইলপন্থী পক্ষপাতের অভিযোগে নিউইয়র্ক টাইমস বয়কটের ঘোষণা ১৫০-রও বেশি লেখক ও শিল্পীর ◈ বিপুলসংখ্যক জামিন প্রশ্নে তিন বিচারপতির কাছে কোনো ব্যাখ্যা নয়, তথ্য চাওয়া হয়েছে: সুপ্রিম কোর্ট ◈ ক্ষোভে জ্বলছে ভারতীয়রা : পাক জেনারেলকে ড. ইউনূসের দেওয়া উপহারের মানচিত্রে ভারতের সাত রাজ্য! ◈ জটিলতা কাটেনি গণভোটের সময় নিয়ে, দুই মেরুতে বিএনপি-জামায়াত ◈ কতটুকু জায়গা ছাড়তে হয় বাড়ি করার সময়, জেনে নিন আইনে কী আছে ◈ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২০, ০২:৩৬ রাত
আপডেট : ১৫ অক্টোবর, ২০২০, ০২:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বলিভিয়ার ফিটনেস কোচকে একহাত নিলেন মেসি

স্পোর্টস ডেস্ক :[২] লিওনেল মেসিকে উস্কে দেওয়ার দুটো অর্থই রয়েছে। হয় তার দ্বারা আপনি বিধ্বস্ত হবেন, অথবা নিজের স্বাভাবিক ছন্দ হারাবেন বার্সা অধিনায়ক। আন্তর্জাতিক অঙ্গনে দ্বিতীয় ঘটনাটাই ঘটে বেশি। যে কারণেই হয়তো আগের দিন মেসিকে নানাভাবে উত্যক্ত করতে চেয়েছিল বলিভিয়ানরা। তাই ম্যাচ শেষে প্রতিপক্ষ দলের ফিটনেস কোচ লুকাস নাভাকে এক হাত নিয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা এ তারকা।

[৩] মঙ্গলবার রাতে কাতার বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে বলিভিয়ার বিপক্ষে পিছিয়ে পড়েও দারুণ এক জয় পেয়েছে আর্জেন্টিনা। সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার ৬০০ মিটার উঁচুতে অবস্থিত লা পাজের হার্নান্দো সাইলেস স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছে তারা। কিন্তু পুরো ম্যাচেই মেসিকে নানাভাবে উত্যক্ত করার চেষ্টা করেছেন বলিভিয়ানরা।

[৪] আর এরমধ্যে বেশি করেছেন বলিভিয়ার ফিটনেস কোচ নাভা। তাই ম্যাচ শেষে তার উপরই চটেছিলেন মেসি। গালিগালাজ করতেও ছাড়েননি। যার ফুটেজ পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। উত্তেজিত হয়ে মেসি কি বলেছেন তা জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্ত, তোমার সমস্যা ডশ? কেন তুমি পুরো ম্যাচ জুড়ে চিৎকার করলে। কেন তুমি সমস্যা সৃষ্টি করেছ? বেঞ্চে বসেও পুরো ম্যাচ জুড়ে তুমি কটাক্ষ করে গিয়েছো।

[৫] ম্যাচের মাঝেই মেসির সামনে গিয়ে এ নিয়ে খোঁচা মেরেছেন তারা। শুধু নাভাই নন, প্রতিপক্ষ অধিনায়ক মার্সেলো মার্টিন্স মোরেনোও এ নিয়ে খোঁচা দিয়েছেন। ম্যাচের শেষ দিকে তার সঙ্গে বিতর্ক প্রায় বেঁধে গিয়েছিল। পরে দুই দলের খেলোয়াড়রা সামাল দিলে তখন ঘটনা আগায়নি। - ডেইলি স্টার

  • সর্বশেষ
  • জনপ্রিয়