শিরোনাম
◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে ◈ ছাত্র সংসদ নির্বাচনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বিএনপি ◈ প্রথমবারের মতো জাপানের রাজনৈতিক দলের নেতা হবে AI ◈ আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২০, ০২:২০ রাত
আপডেট : ০৯ অক্টোবর, ২০২০, ০২:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লায় পৃথক ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি: [২] বৃহস্পতিবার (৮ অক্টোবর) জেলার আদর্শ সদর, দাউদকান্দি, তিতাস ও বরুড়া উপজেলা থেকে সংশ্লিষ্ট থানা পুলিশ এসব মরদেহ উদ্ধার করে।

[৩] পুলিশ জানায়, সন্ধ্যায় দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকার এসআলম প্লাজা নামে একটি চারতলা ভবনের নিচতলা থেকে শারমিন আক্তার (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। শারমিন আক্তার এসআলম প্লাজার মালিক ভুলিরপাড় গ্রামের মৃত শাহআলম সরকারের ছেলে সুমন সরকারের দ্বিতীয় স্ত্রী। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য স্বামী সুমন সরকারকে আটক করেছে।

[৪] গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী সুমন সরকারকে আটক করা হয়েছে।

[৫] এদিকে বিকেলে জেলার তিতাস উপজেলার বাতাকান্দি বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাজী ইমন (২০) নামে একজন মারা গেছেন। তিনি উপজেলার তেগুরিয়া গ্রামের জেনারেটর ব্যবসায়ী জুয়েল মিয়ার ছেলে।

[৬] অন্যদিকে জেলার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর এলাকার গোমতীর চর থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

[৭] কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক জানান, সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠনো হয়েছে।

[৮] এছাড়া দুপুরের দিকে জেলার বরুড়া উপজেলার ভাউকসার এলাকার কার্জনখাল থেকে সুমন (৩২) নামে এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার মোগগাঁও গ্রামের আবদুল মান্নানের ছেলে।

[৯] নিহতের পরিবারের বরাত দিয়ে বরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যজিৎ বড়ুয়া জানান, সুমন বুধবার (৭ অক্টোবর) সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে তিনি আর বাড়ি ফেরেননি। বৃহস্পতিবার কার্জন খাল এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়