শিরোনাম
◈ দে‌শের ঐতিহাসিক রেওয়াজ বিজয় দিবসের কুচকাওয়াজ পরপর দুই বছর কেনো বন্ধ করলো অন্তর্বর্তী সরকার? ◈ তানজিম সাকিব আইপিএলে দল পেলেন ৭৫ লাখ রুপিতে! ◈ ওসমান হাদিকে গু‌লি ক‌রে হত‌্যা চেষ্টায় পল্টন থানায় মামলা ◈ পা‌কিস্তান সুপার লিগ শুরু ২৬ মার্চ, ফাইনাল ৩ মে ◈ ক্রিস্টাল প্যালেসকে হারি‌যে আ‌র্সেনা‌লের আ‌রো কা‌ছে ম্যানচেস্টার সিটি  ◈ আইনশৃঙ্খলা ও আচরণবিধি নিশ্চিতই ইসির বড় চ্যালেঞ্জ ইসির ◈ কলকাতায় লজ্জা! হায়দরাবাদে বরণ দেখে মেসি বললেন, এমন ভালবাসা পেয়ে আমি আপ্লুত, কৃতজ্ঞ  ◈ ডিসেম্বরের প্রথম ১৩ দিনে দেশে এসেছে দেড় বিলিয়ন ডলার রেমিট্যান্স ◈ ভারতীয় আগ্রাসন ও আওয়ামী ‘সন্ত্রাসী’ কার্যকলাপ রুখতে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক ইনকিলাব মঞ্চের ◈ হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি বেড়েছে, দাম কমেছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২০, ১০:৩৯ দুপুর
আপডেট : ০৮ অক্টোবর, ২০২০, ১০:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুদ্রাপাচার ও দুর্নীতির অভিযোগে আলজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট বুতেফ্লিকার ‘গোপন মেয়ের’ বিচার শুরু

সিরাজুল ইসলাম: [২] দেশটির একটি আদালতে বৃহস্পতিবার এ বিচার শুরু হয়েছে। তার নাম নাছিনাছি জৌলিখা-চফিকার। তিনি মেমি মায়া নামেও পরিচত। বিবিসি

[৩] রাষ্ট্রপতির মেয়ে পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে বিভিন্ন চুক্তি থেকে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। তাকে সহযোগিতার অভিযোগে কয়েকজন গভর্নর, মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তাকেও বিচারের মুখোমুখি করা হয়েছে।

[৪] চফিকার বাবা ছিলেন সাবেক প্রেসিডেন্ট আবদুল আজিজ বুতেফ্লিকার বন্ধু। তিনি প্রেসিডেন্টের গোপন মেয়ে হিসেবেই পরিচিত। বুতেফ্লিকার অবিবাহিত ছিলেন। তার সঙ্গে বুতেফ্লিকার কোনও সম্পর্ক নেই বলে জানান তার ভাই সাঈদ।

[৫] ২০১৯ সালে আটক হন চফিকা। তদন্তকারীরা তার অত্যন্ত সুরক্ষিত বাড়ির দেয়ালে ১০ লাখ আলজেরিয়ান মুদ্রা, ২ লাখ ৭০ হাজার ইউরো, ৩০ হাজার ডলার ও ১৭ কেজি গয়না উদ্ধার করে। চফিকা অভিযোগ অস্বীকার করে বলেছেন, এসব সাঈদের পরিকল্পিত। বুতেফ্লিকার সঙ্গে তার সম্পর্ক সহ্য করতে পারতেন না তিনি।

[৬] গত বছরের এপ্রিল মাসে ক্ষমতাচ্যুত হন বুতেফ্লিকা। এখন তিনি দেশটির উত্তরাঞ্চলে তার বোন ফাতমা-জোহরার কাছে রয়েছেন। তিনি ২০ বছর ক্ষমতায় ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়