মনিরুল ইসলাম: [২] একাদশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুস শহীদ ছাতক সিমেন্ট কারখানা ও প্রকল্প এলাকা পরিদর্শন করেন।
[৩] পরিদর্শনকালে সভাপতির বিশেষ আমন্ত্রণে স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক উপস্থিত ছিলেন।
[৪] কমিটি "সিসিসিএল (ছাতক সিমেন্ট কোম্পানী লিমিটেড) উৎপাদন পদ্ধতি ওয়েট প্রসেস টু ড্রাই প্রসেসে রূপান্তরকরণ প্রকল্প" এর আর্থিক ও বাস্তব অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছে। এ সময় প্রকল্পের অর্থ বাজেট অনুযায়ী এবং বিধি ও নীতিমালা মোতাবেক স্বচ্ছতার সঙ্গে ব্যয় করা হচ্ছে কি না তা পর্যালোচনা করা হয়।
[৫] এদিকে সূত্র জানায়, কমিটিকে জানানো হয় বিশ্বব্যাপী কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে কাজ বিঘ্নিত হলেও প্রকল্পের ড্রইং ডিজাইনের কাজ সম্পন্ন হয়েছে। আগামী ২০২১ সালের ডিসেম্বরে কারখানাটি নতুন প্রকল্পের মাধ্যমে উৎপাদনে যাওয়া সম্ভব হবে।
[৬] পরিদর্শনকালে প্রকল্প পরিচালক, স্থানীয় প্রশাসন, শিল্প মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্পাদনা : রায়হান রাজীব