আসিফুজ্জামান পৃথিল: [৩] রোববার খামার সংক্রান্ত একটি বিল নিয়ে পার্রামেন্টের উচ্চকক্ষে প্রচণ্ড হট্টগোল হলে এই ৮ বিরোধীদলীয় সদস্যকে সোমবার পুরো অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়। তবে তারা জানিয়েছেন, তারা এই নির্দেশ মানবেননা। এই সদস্যদের মধ্যে রয়েছেন তৃণমূল কংগ্রেসের যেরেক ও’ব্রায়ান, আম আদমি পার্টির সঞ্জয় সিং, কংগ্রেসের রাজিব সাতাব এবং সিপিএম এর কেকে রাগেশের মতো পরিচিত নেতারাও। এনডিটিভি
[৪] বিরোধীদলগুলো এই ঘটনার তীব প্রতিবাদ জানায়। সাসপেন্ড এমপিরাও মাটিতে বসে পড়েন। ফলে ৫ বার বিঘ্নিত হয় অধিবেশন। রাজ্যসভা চেয়ারম্যান বিকাশ নাইডু বলেন, যা হয়েছে তা আমাকে পীড়া দিচ্ছে। এটি যেকোনও যুক্তির বাইরে। রাজ্যসভার জন্য জঘন্য এক দিন ছিলো। দ্য হিন্দু
[৫] বিকাশ নাইডু জানান, সদস্যরা একে অপরের দিকে কাগজ ছুড়ে মারেন। শারীরিকভাবে উপস্থিত হয়ে ডেপুটি চেয়ারম্যান হরিবংশ সিংকে হুমকি দেন। এমনকি তাকে লাঞ্ছিতও করেন।
[৬] সবার প্রথমে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা দলীয় নেতা ও’ব্রায়ানকে সাসপেন্ড করেন নাইডু। এরপর বাকিদের নাম জানানো হয়। বিরোধীদলগুলো একে অগণতান্ত্রিক, ফ্যাসিবাদী আচরণ বলছে। সম্পাদনা: ইকবাল খান