শিরোনাম
◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ ◈ ডাকসুর ভিপি সাদিক কায়েম: হিজাব–নন-হিজাব, সবার পোশাক ও পরিচয়ের সমান অধিকার নিশ্চিত হবে ◈ সঙ্কটে এশিয়া কাপ! দা‌বি না মান‌লে, প‌রের ম‌্যাচ আরব আ‌মিরা‌তের বিরু‌দ্ধে খেল‌বে না পাকিস্তান ◈ হ্যান্ডশেক বিতর্কে এবার মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ নেতানিয়াহুর পাশে আমেরিকা, লক্ষ্য হামাস ধ্বংস: রুবিও ◈ বিনা পাসপোর্টে ভারতে যাওয়া ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ ◈ ম‌তের মিল হ‌চ্ছে না,  জামায়াতের সাথে এনসিপির দূরত্ব তৈরি হয়েছে যে সব কারণে ◈ মৌলভীবাজারে উদ্ধার হওয়া ‘পিট ভাইপার’: কতটা বিষধর এই সবুজ বোড়া?

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২০, ০৫:১৬ সকাল
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২০, ০৫:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট দলে তিলকরত্মের ছেলে

স্পোর্টস ডেস্ক : [২] বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের জন্য ২৩ সদস্যের প্রাথমিক দল গঠন করেছে ক্রিকেট শ্রীলঙ্কা। যেখানে জায়গা পেয়েছেন শ্রীলঙ্কার সাবেক টেস্ট অধিনায়ক হাসান তিলকরত্নোর ছেলে দুবিন্দু তিলকরতেœ।

[৩] শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড এখনো ২৩ সতদস্যের স্কোয়াড না প্রকাশ করলেও দেশটির জনপ্রিয় পত্রিকা আইল্যান্ড এই প্রাথমিক দল নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। যেখানে তারা দুবিন্দু তিলকরত্নোর দলে সুযোগ পাওয়ার কথা দাবী করেছে।

[৪] বাবা হাসান তিলকরত্নোর ব্যাট হাতে পারদর্শী হলেও দুবিন্দু তিলকরত্নোর ডানহাতি ব্যাটিংয়ের সঙ্গে বাঁ-হাতি স্পিনে দারুণ পারদর্শী। বার্গার রিক্রিয়েশন ক্লাবের হয়ে চলতি মৌসুমটা কাটিয়েছেন দুর্দান্ত। সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে মৌসুম শেষ করেন তিনি।

[৫] ১৯ ম্যাচে নিয়েছেন ৬১ উইকেট। এর মধ্যে পাঁচ বার ৫ উইকেট ও তিনবার নিয়েছেন ১০ উইকেট। এখন পর্যন্ত ২৯ টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন দুবিন্দু। সঙ্গে ১১টি লিস্ট ‘এ’ ও ৯টি টি-টোয়েন্টি খেলেছেন।

[৬] হাসান প্রশান্ত তিলকরত্নোর শ্রীলঙ্কার হয়ে ৮৩ টেস্ট ও ২০০ টি ওয়ানডে খেলেছেন। যেখানে টেস্টে ৪৫৪৫ ও ওয়ানডেতে ৩৭৮৯ রান করেছেন।

[৭] দুবিন্দু তিলকরত্নোর ছাড়াও বাংলাদেশের বিপক্ষে সিরিজ সামনে রেখে টেস্ট পুলে লাহিরু উদানা, সান্তোস গুনাথিলাকা, মিনোদ ভানুকা রয়েছেন। তরুণ অলরাউন্ডার কামিন্দু মেন্ডিস এবং ওয়ানিদু হাসারাঙ্গাও রয়েছেন। বৃহস্পতিবার থেকে এই খেলোয়াড়রা অনুশীলন শুরু করবে।

[৮] শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড অবশ্য এখনো সিরিজের সূচি প্রকাশ করেনি। অক্টোবরের শেষ সপ্তাহে সিরিজটি শুরু হবে পারে। তার আগে এ মাসের শেষ দিকে বাংলাদেশ দল শ্রীলঙ্কা যাবে।

[৯] এ বছর ফেব্রুয়ারির পর শ্রীলঙ্কায় আর আন্তর্জাতিক ক্রিকেট হয়নি। সব ঠিক থাকলে বাংলাদেশ সিরিজ দিয়েই এই দীর্ঘ বিরতি কাটবে।
-লঙ্কা টাইমস্

  • সর্বশেষ
  • জনপ্রিয়