শিরোনাম
◈ তফশিল ঘোষণার তারিখ এখনো ঠিক হয়নি: ইসি সচিব ◈ কৃষ্ণ সাগরে ড্রোন হামলার পর পাঁচ দিন ধরে বিপদে ১০ নাবিক, তাদের একজন বাংলাদেশি প্লাবন ◈ খালেদা জিয়াকে নিয়ে আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট, যা লিখলেন ◈ সব কিছু প্রস্তুত করা হচ্ছে, তারেক রহমান ফিরবেন যেকোনো সময়: আমীর খসরু ◈ পেট্রাপোলের জটিলতায় বেনাপোলে আটকে ১৫০ সুপারি ট্রাক, প্রতিদিন লাখ টাকার ক্ষতি রফতানিকারকদের ◈ বিদেশ নেওয়ার ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করা হচ্ছে: ডা. জাহিদ হোসেন (ভিডিও) ◈ মহানবীর রওজা জিয়ারতে নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা ◈ আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন ◈ শেখ হাসিনা ভারতে থাকবেন কি না তাকেই সিদ্ধান্ত নিতে হবে: এস জয়শঙ্কর ◈ সাম‌নে হ‌বে ভোটের আগে জোট, পর্দার আড়ালে 'আন্ডারস্ট্যান্ডিং'

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২০, ০৫:১৬ সকাল
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২০, ০৫:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট দলে তিলকরত্মের ছেলে

স্পোর্টস ডেস্ক : [২] বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের জন্য ২৩ সদস্যের প্রাথমিক দল গঠন করেছে ক্রিকেট শ্রীলঙ্কা। যেখানে জায়গা পেয়েছেন শ্রীলঙ্কার সাবেক টেস্ট অধিনায়ক হাসান তিলকরত্নোর ছেলে দুবিন্দু তিলকরতেœ।

[৩] শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড এখনো ২৩ সতদস্যের স্কোয়াড না প্রকাশ করলেও দেশটির জনপ্রিয় পত্রিকা আইল্যান্ড এই প্রাথমিক দল নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। যেখানে তারা দুবিন্দু তিলকরত্নোর দলে সুযোগ পাওয়ার কথা দাবী করেছে।

[৪] বাবা হাসান তিলকরত্নোর ব্যাট হাতে পারদর্শী হলেও দুবিন্দু তিলকরত্নোর ডানহাতি ব্যাটিংয়ের সঙ্গে বাঁ-হাতি স্পিনে দারুণ পারদর্শী। বার্গার রিক্রিয়েশন ক্লাবের হয়ে চলতি মৌসুমটা কাটিয়েছেন দুর্দান্ত। সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে মৌসুম শেষ করেন তিনি।

[৫] ১৯ ম্যাচে নিয়েছেন ৬১ উইকেট। এর মধ্যে পাঁচ বার ৫ উইকেট ও তিনবার নিয়েছেন ১০ উইকেট। এখন পর্যন্ত ২৯ টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন দুবিন্দু। সঙ্গে ১১টি লিস্ট ‘এ’ ও ৯টি টি-টোয়েন্টি খেলেছেন।

[৬] হাসান প্রশান্ত তিলকরত্নোর শ্রীলঙ্কার হয়ে ৮৩ টেস্ট ও ২০০ টি ওয়ানডে খেলেছেন। যেখানে টেস্টে ৪৫৪৫ ও ওয়ানডেতে ৩৭৮৯ রান করেছেন।

[৭] দুবিন্দু তিলকরত্নোর ছাড়াও বাংলাদেশের বিপক্ষে সিরিজ সামনে রেখে টেস্ট পুলে লাহিরু উদানা, সান্তোস গুনাথিলাকা, মিনোদ ভানুকা রয়েছেন। তরুণ অলরাউন্ডার কামিন্দু মেন্ডিস এবং ওয়ানিদু হাসারাঙ্গাও রয়েছেন। বৃহস্পতিবার থেকে এই খেলোয়াড়রা অনুশীলন শুরু করবে।

[৮] শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড অবশ্য এখনো সিরিজের সূচি প্রকাশ করেনি। অক্টোবরের শেষ সপ্তাহে সিরিজটি শুরু হবে পারে। তার আগে এ মাসের শেষ দিকে বাংলাদেশ দল শ্রীলঙ্কা যাবে।

[৯] এ বছর ফেব্রুয়ারির পর শ্রীলঙ্কায় আর আন্তর্জাতিক ক্রিকেট হয়নি। সব ঠিক থাকলে বাংলাদেশ সিরিজ দিয়েই এই দীর্ঘ বিরতি কাটবে।
-লঙ্কা টাইমস্

  • সর্বশেষ
  • জনপ্রিয়