আসিফুজ্জামান পৃথিল: [২] সিনোফার্মের চেয়ারম্যান লিউ ঝিনংজেন গণমাধ্যমকে বলেছেন, কোম্পানিটির একটি কোভিড ভ্যাকসিন সংযুক্ত আরব আমিরাতে ক্লিনিক্যাল ট্রায়ালের ৩য় ধাপে রয়েছে। উল্লেখ্য, এটি সোমবার অনুমোদন পাওয়া সরকারি ভ্যাকসিন নয়। বিবিসি
[৩] লিউ বলেন, তারা সব প্রস্তুতি নিয়ে রেখেছেন। মোটামুটি নিশ্চিত করেই বলা যায়, ডিসেম্বরেই তাদের ভ্যাকসিন বাজারজাত হবে। লিউ নিজেই এই ভ্যাকসিনটির দুটি ডোজ নিয়েছেন। তিনি গ্লোবাল টাইমসকে জানিয়েছেন, এখন পর্যন্ত কোনও পার্শপ্রতিক্রিয়া বোধ করেননি। গ্লোবাল টাইমস।
[৪] চীনের বেইজিং ও উহানে কোম্পানিটির দুটি ভ্যাকসিন তৈরির কারখানা আছে। এগুলোতে বছরে যথাক্রমে ১২ ও ১০ কোটি ভ্যাকসিন তৈরি সম্ভব। লিউ জানান, দুই ডোজ ভ্যাকসিনের দাম হবে ১ হাজার ইউয়ান বা ১৪৪ ডলারের মধ্যে। সম্পাদনা: ইকবাল খান