শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২০, ০৩:১১ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২০, ০৩:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজার জেলা এ গ্রেডে উন্নীত হলো

স্বপন দেব: [২] মন্ত্রীপরিষদ বিভাগ থেকে উপসচিব শাফায়াত মাহবুব চৌধুরী স্বাক্ষরিত গত ৬ আগস্ট জারি করা এক পরিপত্রে এ ঘোষণা দেয়া হয়েছে।

[৩] আগে প্রশাসনকি কাঠামোগতভাবে এতদিন মৌলভীবাজার বি গ্রেড জেলা হিসেবে সরকারি সুযোগ সুবিধা পেয়ে আসছে। যদিও সরকারের বিশেষ বিবেচনায় মৌলভীবাজার এ গ্রেড জেলার মর্যাদা ছিলো। তবে কাগজপত্রে সেটা বাস্তবায়ন হয়নি। যদিও ২০০৪ সালের মে মাসে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে মৌলভীবাজার জেলাকে এ গ্রেড জেলার মর্যাদা দেয়া হলেও পরবর্তীতে তা প্রশাসনিকভাবে বাস্তবায়ন হয়নি।

[৪] সম্প্রতি মন্ত্রীপরিষদ বিভাগের নতুন পরিপত্র অনুযায়ী দেশের ৬৪ জেলার মধ্যে ঢাকা, চট্টগ্রামসহ ৬টি জেলাকে বিশেষ ক্যাটাগরি, ২৬ টি জেলাকে এ ক্যটাগরি, ২৬টি জেলাকে বি ক্যাটাগরি এবং ৬টি জেলাকে সি ক্যাটাগরি করা হয়েছে।

[৫] নতুন পরিপত্রে সিলেট বিভাগের ৪ জেলা সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জকে এ গ্রেড জেলায় উন্নীত করা হয়েছে। মন্ত্রী পরিষদ বিভাগের ঈৎবধঃরড়হ ড়ভ ঘবি উরংঃৎরপঃ সম্পর্কিত গত ২৮ ডিসেম্বর ১৯৮৩ তারিখের অফিস মেমোরেন্ডাম অনুযায়ী দেশের ৬৪ জেলার গ্রেড হালনাগাদ করা হয়।

[৬] উক্ত পরিপত্রের ডাবল ষ্টার চিহ্নিত নোটে মৌলভীবাজার জেলাকে ২০০৪ সালের ২৯ মে তারিখে এক স্মারকে এ গ্রেড জেলায় উন্নীত করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়