শিরোনাম
◈ একপাক্ষিক নির্বাচনের শঙ্কা জামায়াত- এনসিপির, কী বলছে ইসি? ◈ স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভি ফুটেজে যা দেখা গেল (ভিডিও) ◈ এলপিজি নিয়ে সংকট: বৃহস্পতিবার থেকে বিক্রি বন্ধের হুঁশিয়ারি ব্যবসায়ী সমিতির ◈ জকসু নির্বাচনে শীর্ষ তিন পদেই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জয় ◈ বি‌পিএল, সিলেট টাইটান্স‌কে হারিয়ে আবার শী‌র্ষে চট্টগ্রাম রয়‌্যালস ◈ ট্রাম্প ভেনেজুয়েলার যা করেছেন, চাইলে বাংলাদেশেও করুন, কিন্তু খেলোয়াড় কেন: জম্মু–কাশ্মীরের মুখ্যমন্ত্রী ◈ এবার লিটন দাসের চুক্তিও বাতিল করল ভারতীয় প্রতিষ্ঠান! ◈ বড় বাজারে অর্ডার কম, নতুন বাজারেও ধাক্কা: পোশাক রফতানিতে চ্যালেঞ্জ ◈ এবারের নির্বাচন লাইনচ্যুত রেলকে লাইনে ফেরানোর চেষ্টা: নির্বাচন কমিশনার সানাউল্লাহ ◈ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২০, ০৩:১১ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২০, ০৩:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজার জেলা এ গ্রেডে উন্নীত হলো

স্বপন দেব: [২] মন্ত্রীপরিষদ বিভাগ থেকে উপসচিব শাফায়াত মাহবুব চৌধুরী স্বাক্ষরিত গত ৬ আগস্ট জারি করা এক পরিপত্রে এ ঘোষণা দেয়া হয়েছে।

[৩] আগে প্রশাসনকি কাঠামোগতভাবে এতদিন মৌলভীবাজার বি গ্রেড জেলা হিসেবে সরকারি সুযোগ সুবিধা পেয়ে আসছে। যদিও সরকারের বিশেষ বিবেচনায় মৌলভীবাজার এ গ্রেড জেলার মর্যাদা ছিলো। তবে কাগজপত্রে সেটা বাস্তবায়ন হয়নি। যদিও ২০০৪ সালের মে মাসে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে মৌলভীবাজার জেলাকে এ গ্রেড জেলার মর্যাদা দেয়া হলেও পরবর্তীতে তা প্রশাসনিকভাবে বাস্তবায়ন হয়নি।

[৪] সম্প্রতি মন্ত্রীপরিষদ বিভাগের নতুন পরিপত্র অনুযায়ী দেশের ৬৪ জেলার মধ্যে ঢাকা, চট্টগ্রামসহ ৬টি জেলাকে বিশেষ ক্যাটাগরি, ২৬ টি জেলাকে এ ক্যটাগরি, ২৬টি জেলাকে বি ক্যাটাগরি এবং ৬টি জেলাকে সি ক্যাটাগরি করা হয়েছে।

[৫] নতুন পরিপত্রে সিলেট বিভাগের ৪ জেলা সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জকে এ গ্রেড জেলায় উন্নীত করা হয়েছে। মন্ত্রী পরিষদ বিভাগের ঈৎবধঃরড়হ ড়ভ ঘবি উরংঃৎরপঃ সম্পর্কিত গত ২৮ ডিসেম্বর ১৯৮৩ তারিখের অফিস মেমোরেন্ডাম অনুযায়ী দেশের ৬৪ জেলার গ্রেড হালনাগাদ করা হয়।

[৬] উক্ত পরিপত্রের ডাবল ষ্টার চিহ্নিত নোটে মৌলভীবাজার জেলাকে ২০০৪ সালের ২৯ মে তারিখে এক স্মারকে এ গ্রেড জেলায় উন্নীত করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়