শিরোনাম
◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২০, ১০:৫২ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২০, ১০:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নকল বিদেশী প্রসাধনী রাখায় এক প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা

সুজন কৈরী: [২] রাজধানীর কলাবাগান এলাকায় নকল বিদেশী প্রসাধনী রাখার অভিযোগে ইমরোজ কালেকশন নামক একটি প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভ্রাম্যমাণ আদালত।

[৩] রোববার রাতে কাঁঠালবাগান এলাকার ফ্রি স্কুল স্ট্রীটের ২৮২/২ নম্বরস্থ বাড়ির একটি ফ্ল্যাটে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠান মো. সাইদুজ্জামান।

তিনি বলেন, মেয়াদোত্তীর্ন ট্রেড লাইসেন্স ও আমদানী সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র না থাকা ও মেয়াদোত্তীর্ন পন্য বিক্রি এবং অনলাইনে প্রতারণার অভিযোগে ইমরোজ কালেকশনের মালিক মাহিন ইসলাম তন্বীকে আড়াই লাখ টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদন্ড দেয়া হয়েছে।

[৪] তিনি আরও বলেন, প্রতিষ্ঠানটিতে মেয়াদোর্ত্তীন অনেক পণ্য পাওয়া গেছে। আবার কিছু পণ্যের বৈধ কাগজপত্রও মালিক দেখাতে পারেন নি। ফ্ল্যাটকে গোডাউন বানিয়ে সুনির্দিষ্ট তাপমাত্রায় কসমেটিকস পণ্য না রাখাসহ সবকিছু বিবেচনা করে জরিমানা করা হয়েছে।

[৫] কলাবাগান থানার ওসি পরিতোষ চন্দ্র জানান, ১৬ আগস্ট কলাবাগান থানায় দুজন ভুক্তভোগী অভিযোগ করেন যে, তারা অনলাইনে পণ্যের অর্ডার দিয়েছেন। কিন্তু দীর্ঘদিনেও মালামাল বুঝে পাননি। এরপর অভিযানটি চালানো হয়। প্রতিষ্ঠানটি থেকে বেশ কিছু মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন কসমেটিকস জব্দ করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়