শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২০, ০১:২৪ রাত
আপডেট : ১৬ আগস্ট, ২০২০, ০১:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পটুয়াখালীতে পুকুরে সাতার কাটতে নেমে দুই শিশুর মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি: [২] পটুয়াখালী পৌর শহরের শেখ রাসেল শিশু পার্ক সংলগ্ন ফরেষ্ট কলোনী পুকুরে সাতার কাটতে নেমে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামাত ফুফাত বোন। আজ দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

[৩] স্থানীয়রা জানায়, স্থানীয় তিতাস সিনেমা হলের দক্ষিনপার্শে ঋষিবাড়ীর নিখিল ঋষির তৃতীয় শ্রেনীতে পড়ুয়া মেয়ে বৃষ্টি (৯) এবং একই বাড়ীতে বেড়াতে আসা রনজিত ঋষির ৬ষ্ঠ শ্রেনীতে পড়ুয়া মেয়ে প্রিয়াংকা (দিপ্তি) (১১) দুপুরে পাশ্ববর্তী ফরেষ্ট কলোনির পুকুরে গোসল করতে যায়।

[৪] দীর্ঘ সময় পরেও তারা বাড়িতে ফিরে না আসায় বাড়ির লোকজন এসে পুকুরে নেমে তল্লাশির এক পর্যায় দুই বোনের উদ্ধার করে। পরে তাদের পটুয়াখালী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার দু’জনকেই মৃত বলে ঘোষনা করেন। দুই বোনের লাশ নিয়ে এলাকায় পৌছলে মর্মান্তিক এ মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে।

[৫] বৃষ্টির বাবা নিখিল জানায়, প্রিয়াংকা (দিপ্তি)র বাড়ী পিরোজপুরের সন্নাসী গ্রামে। সে মামা জগদিসের ঘরে বেড়াতে এসে আকস্মিক এ দুর্ঘটনার শিকার হলো। প্রিয়াংকা (দিপ্তি)র বাবা রনজিত জানান, দুবোনেই সাঁতার জানত। এ মৃত্যুকে তারা কোন ভাবেই মেনে নিতে পারছিল না।

[৬] পটুয়াখালী থানার ভারপ্রাপ্ত কমকর্তা আখতার মোর্শেদ জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃতঘোষনা করে। পরে লাশ পারিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়