শিরোনাম
◈ ৫ ব্যাংকের আমানত ফেরত সিদ্ধান্ত, কিন্তু শেয়ার বিনিয়োগকারীরা রয়ে গেল অনিশ্চয়তায় ◈ কর ব্যবস্থার মৌলিক সংস্কারে ৫৫ সুপারিশ, প্রতিবেদন গ্রহণ করলেন প্রধান উপদেষ্টা ◈ খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়নে একমাত্র বিএনপিই কাজ করে: তারেক রহমান ◈ নিরবতা ভাঙলো আইসিসি, বিশ্বকা‌পের জন‌্য অ্যাক্রেডিটেশন পাচ্ছে বাংলাদেশি সাংবাদিকরা ◈ টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ ◈ বেনাপোল বন্দরে ৩ মাস পর ৫১০ টন চাল আমদানি ◈ ৯০ দিন গাম্বিয়া ভ্রমণ করতে পারবেন ভিসা ছাড়াই বাংলাদেশি নাগরিকরা ◈ তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী (ভিডিও) ◈ অতিরিক্ত সচিব পদে ১১৮ কর্মকর্তার পদোন্নতি ◈ জাতীয় দলে সাকিবের ফেরার গুঞ্জন: বিসিবির সঙ্গে আলোচনা শুরু

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২০, ০১:২৪ রাত
আপডেট : ১৬ আগস্ট, ২০২০, ০১:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পটুয়াখালীতে পুকুরে সাতার কাটতে নেমে দুই শিশুর মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি: [২] পটুয়াখালী পৌর শহরের শেখ রাসেল শিশু পার্ক সংলগ্ন ফরেষ্ট কলোনী পুকুরে সাতার কাটতে নেমে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামাত ফুফাত বোন। আজ দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

[৩] স্থানীয়রা জানায়, স্থানীয় তিতাস সিনেমা হলের দক্ষিনপার্শে ঋষিবাড়ীর নিখিল ঋষির তৃতীয় শ্রেনীতে পড়ুয়া মেয়ে বৃষ্টি (৯) এবং একই বাড়ীতে বেড়াতে আসা রনজিত ঋষির ৬ষ্ঠ শ্রেনীতে পড়ুয়া মেয়ে প্রিয়াংকা (দিপ্তি) (১১) দুপুরে পাশ্ববর্তী ফরেষ্ট কলোনির পুকুরে গোসল করতে যায়।

[৪] দীর্ঘ সময় পরেও তারা বাড়িতে ফিরে না আসায় বাড়ির লোকজন এসে পুকুরে নেমে তল্লাশির এক পর্যায় দুই বোনের উদ্ধার করে। পরে তাদের পটুয়াখালী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার দু’জনকেই মৃত বলে ঘোষনা করেন। দুই বোনের লাশ নিয়ে এলাকায় পৌছলে মর্মান্তিক এ মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে।

[৫] বৃষ্টির বাবা নিখিল জানায়, প্রিয়াংকা (দিপ্তি)র বাড়ী পিরোজপুরের সন্নাসী গ্রামে। সে মামা জগদিসের ঘরে বেড়াতে এসে আকস্মিক এ দুর্ঘটনার শিকার হলো। প্রিয়াংকা (দিপ্তি)র বাবা রনজিত জানান, দুবোনেই সাঁতার জানত। এ মৃত্যুকে তারা কোন ভাবেই মেনে নিতে পারছিল না।

[৬] পটুয়াখালী থানার ভারপ্রাপ্ত কমকর্তা আখতার মোর্শেদ জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃতঘোষনা করে। পরে লাশ পারিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়