স্পোর্টস ডেস্ক: [২] করোনার কারণে এশিয়ায় আসন্ন ২০২২ বিশ্বকাপ বাছাই পর্ব এবং ২০২৩ সালের এশিয়া কাপ ফুটবল স্থগিত ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
[৩] চলতি বছরের অক্টোবর-নভেম্বরের এসব সূচি স্থগিত হওয়ার পর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে বলেছেন, আগামী বছরের জন্য নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে চান তিনি।
[৪] জেমি ডে বলেছেন, ‘খেলাগুলো বাতিল করা হওয়াতে স্বভাবতই কিছুটা হতাশ হয়েছি। তবে আমি মনে করি এটি সঠিক সিদ্ধান্ত। ফুটবলারদের স্বাস্থ্য সুরক্ষা সবার আগে আসে। এবার প্রস্তুত হবার জন্য বেশি সময় পেলাম। এখন আমাদের নতুন পরিকল্পনায় এগিয়ে যেতে হবে।
[৫] ২০২১ সালে আমাদের কিছু ভালো খেলা থাকবে। ঐ খেলাগুলোতে যাতে জয় পেতে পারি, সে লক্ষ্য নিয়ে প্রস্তুত হতে হবে।’ এর আগে এএফসি খেলা স্থগিত করার ব্যাপারে জানিয়ে দেয় নিশ্চিত করে। তাই খেলোয়াড়েরা ও ছেড়েছে গাজীপুরের সারা রিসোর্ট। -সময় টিভি