শিরোনাম
◈ নির্বাচন ও গুম তদন্ত ইস্যুতে জাতিসংঘের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা, চাইলেন সহায়তা ◈ বুধবার ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি ◈ পাইপলাইনে আবার দুর্ঘটনা, উত্তরা ও আশপাশে গ্যাস সরবরাহ বন্ধ ◈ সরকার দীর্ঘমেয়াদি জ্বালানি কৌশল প্রণয়ন করেছে: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ◈ ফ্ল্যাট–প্লট কিনতে ৪ কোটি টাকা পর্যন্ত ঋণ, কে পাবেন, কীভাবে পাবেন ◈ জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা ‘প্রায় চূড়ান্ত’ ◈ স্ত্রীর হাত-পা বেঁধে জামায়াত নেতাকে হত্যা, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল (ভিডিও) ◈ গণভোট নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক প্রচারণার নির্দেশ ◈ ৪ মার্কিন মুসলিম ক্রিকেটারকে ভিসা দেয় নি ভারত ◈ বাংলাদেশের পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২০, ১২:২৩ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০২০, ১২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাগমারায় বন্যা কবলিত এলাকা কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের পরিদর্শন

মঈন উদ্দীন: [২] বৃহস্পতিবার সকাল ১০ টায় তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি ইউনিয়ন পরিদর্শন করেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (নিরীক্ষা) আব্দুল কাদের।

[৩] এদিকে দ্বীপপুর ইউনিয়নের লাউবাড়িয়ায় কৃষকদের তৈরি ভাসমান বীজতলা পরিদর্শন করেন। সেই সাথে শুভডাঙ্গা ইউনিয়নে সবজি পুষ্টি বাগানও পরিদর্শন তিনি।

[৪] বাগমারায় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (নিরীক্ষা) আব্দুল কাদের আগমন করায় উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ এর পক্ষ থেকে শুভেচ্ছা স্মারণ প্রদান করা হয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার সহ অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন।

[৫] এছাড়াও বন্যা কবলিত এলাকা পরিদর্শন কালে তাঁর সঙ্গে ছিলেন, রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সুধেন্দ্রনাথ রায়, অতিরিক্ত পরিচালক শষ্য উম্মে সালমা, জেলা প্রশিক্ষণ অফিসার মঞ্জুরুল হক, ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আব্দুল আলিম, উপজেলা কৃষি অফিসার রাজিবুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার সাইফ আব্দুল্লাহ, সাকলাইন হোসেন, সহ উপ-সহকারী কৃষি অফিসারগণ উপস্থিত ছিলেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়