শিরোনাম
◈ দীর্ঘ দুই দশক পর আজ সিলেট যাচ্ছেন তারেক রহমান ◈ জেরুজালেমে জাতিসংঘের সদর দপ্তর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল ইসরায়েল ◈ ইমামকে অনন্য সম্মান দেখালেন তারেক রহমান  ◈ ১৯ দিনে রেমিট্যান্স এল ২৫ হাজার ৯০০ কোটি টাকা ◈ সংবিধান সংস্কারের বিপক্ষে জাপার ‘না’ ভোট দেওয়ার ঘোষণা দিলেন জি এম কাদের ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে শুরু প্রচারণা ◈ বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত ◈ জামায়াতের আমিরসহ ৮ নেতাকে নিরাপত্তা দিতে নির্দেশনা দিয়েছে ইসি ◈ ট্রাইব্যুনালে টবি ক্যাডম্যানের না থাকা নিয়ে আলোচনা, পাল্টাপাল্টি বক্তব্য ◈ মাদ্রাসায় বেড়েছে ছুটি

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২০, ১২:২৩ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০২০, ১২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাগমারায় বন্যা কবলিত এলাকা কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের পরিদর্শন

মঈন উদ্দীন: [২] বৃহস্পতিবার সকাল ১০ টায় তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি ইউনিয়ন পরিদর্শন করেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (নিরীক্ষা) আব্দুল কাদের।

[৩] এদিকে দ্বীপপুর ইউনিয়নের লাউবাড়িয়ায় কৃষকদের তৈরি ভাসমান বীজতলা পরিদর্শন করেন। সেই সাথে শুভডাঙ্গা ইউনিয়নে সবজি পুষ্টি বাগানও পরিদর্শন তিনি।

[৪] বাগমারায় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (নিরীক্ষা) আব্দুল কাদের আগমন করায় উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ এর পক্ষ থেকে শুভেচ্ছা স্মারণ প্রদান করা হয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার সহ অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন।

[৫] এছাড়াও বন্যা কবলিত এলাকা পরিদর্শন কালে তাঁর সঙ্গে ছিলেন, রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সুধেন্দ্রনাথ রায়, অতিরিক্ত পরিচালক শষ্য উম্মে সালমা, জেলা প্রশিক্ষণ অফিসার মঞ্জুরুল হক, ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আব্দুল আলিম, উপজেলা কৃষি অফিসার রাজিবুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার সাইফ আব্দুল্লাহ, সাকলাইন হোসেন, সহ উপ-সহকারী কৃষি অফিসারগণ উপস্থিত ছিলেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়