শিরোনাম
◈ ভূমিকম্প মোকাবিলায় জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয় ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন দায়িত্বে নতুন এসপিদের ব্রিফ করবেন প্রধান উপদেষ্টা ◈ ইসির নিবন্ধন সার্টিফিকেট পেলো এনসিপি, প্রতীক ‘শাপলা কলি’ ◈ ক্লাসে না ফিরলে প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ◈ ইসিকে তফসিল ঘোষণায় সময়সুবিধা বিবেচনার আহ্বান নাহিদ ইসলামের ◈ র‌্যাং‌কিং‌য়ের সেরা আটে মোস্তাফিজ, রিশাদ-ইমন-সাইফদের উন্ন‌তি ◈ ঢাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের ক্লাব, খেল‌বে লাতিন বাংলা সুপার কাপ ◈ বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ চেয়ে নতুন কর্মসূচি ৭ কলেজ শিক্ষার্থীদের (ভিডিও)

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২০, ০৪:১৪ সকাল
আপডেট : ১৬ জুলাই, ২০২০, ০৪:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিলেটে একদিনে ৮ চিকিৎসক কোভিড-১৯ এ আক্রান্ত

সিলেট প্রতিনিধি : [২] সিলেট বিভাগের চার জেলায় নতুন করে আট চিকিৎসকসহ ১৫০ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

[৩] বুধবার (১৫ জুলাই) একদিনেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে তাদের কোভিড শনাক্ত হয়।

[৪] ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় শনাক্তের বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালের ল্যাবে ৮ জন চিকিৎসকসহ ১১২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

[৫] তিনি বলেন, বুধবার ওসমানীর ল্যাবে ১১২ জনের কোভিড শনাক্ত হয়। এরমধ্যে সিলেট জেলায় ৪৯, সুনামগঞ্জে ৪, হবিগঞ্জে ১১ এবং মৌলভীবাজার জেলায় ৪৮ জন রয়েছেন। এছাড়া, সিলেট জেলার শনাক্তদের মধ্যে সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলায় ৩৬, জকিগঞ্জে ৬, বিয়ানীবাজারে ৪, গোয়াইনঘাট উপজেলায় ১, ফেঞ্চুগঞ্জে ১ ও বিশ্বনাথে ১জন রয়েছেন।

[৬] সিলেট বিভাগে কোভিড-১৯ এ আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৩০৬ জন। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৪৫৭ জন। আর মারা গেছেন ১০৭ জন।

[৭] শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রধান অধ্যাপক শামসুল হক জানান, বিশ্ববিদ্যালয়ের ল্যাবে বুধবার ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৩৮ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সিলেট জেলার চারজন এবং সুনামগঞ্জ জেলার ৩৪ জন রয়েছেন। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়