শিরোনাম
◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ম্যানচেস্টার সি‌টি‌কে হারা‌লো  অ্যাস্টন ভিলা ◈ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ শুরু হ‌চ্ছে আজ সন্ধ‌্যায়  ◈ সোমবার বিকা‌লে থাইল্যান্ডের মু‌খোমু‌খি হ‌বে  বাংলাদেশ নারী দল ◈ অবশেষে বেনাপোল-পেট্রাপোল বাণিজ্য স্বাভাবিক, ট্রাক চলাচলে নতুন সময়সীমা নির্ধারণ ◈ মূলধন ঘাটতির দুঃস্বপ্নে ব্যাংক খাত, আমানতকারীরা সবচেয়ে ঝুঁকিতে ◈ জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথে অগ্রসর হওয়ার আহ্বান সালাহউদ্দিন আহমদের ◈ যুক্তরাষ্ট্র–চীন বাণিজ্য চুক্তির রূপরেখায় একমত, টিকটক ও বিরল খনিজ রপ্তানিতেও সমঝোতা ◈ দীর্ঘদিন আত্নগোপনে থাকার পর মামলার আসামি হয়েও প্রকাশ্যে নায়িকা নিপুণ ◈ তুমুল সংঘর্ষ আফগান সীমান্তে, পাকিস্তানি পাঁচ সেনাসহ নিহত ৩০ ◈ বিশেষজ্ঞদের সাথে ঐকমত্য কমিশনের ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২০, ০৪:১৪ সকাল
আপডেট : ১৬ জুলাই, ২০২০, ০৪:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিলেটে একদিনে ৮ চিকিৎসক কোভিড-১৯ এ আক্রান্ত

সিলেট প্রতিনিধি : [২] সিলেট বিভাগের চার জেলায় নতুন করে আট চিকিৎসকসহ ১৫০ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

[৩] বুধবার (১৫ জুলাই) একদিনেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে তাদের কোভিড শনাক্ত হয়।

[৪] ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় শনাক্তের বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালের ল্যাবে ৮ জন চিকিৎসকসহ ১১২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

[৫] তিনি বলেন, বুধবার ওসমানীর ল্যাবে ১১২ জনের কোভিড শনাক্ত হয়। এরমধ্যে সিলেট জেলায় ৪৯, সুনামগঞ্জে ৪, হবিগঞ্জে ১১ এবং মৌলভীবাজার জেলায় ৪৮ জন রয়েছেন। এছাড়া, সিলেট জেলার শনাক্তদের মধ্যে সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলায় ৩৬, জকিগঞ্জে ৬, বিয়ানীবাজারে ৪, গোয়াইনঘাট উপজেলায় ১, ফেঞ্চুগঞ্জে ১ ও বিশ্বনাথে ১জন রয়েছেন।

[৬] সিলেট বিভাগে কোভিড-১৯ এ আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৩০৬ জন। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৪৫৭ জন। আর মারা গেছেন ১০৭ জন।

[৭] শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রধান অধ্যাপক শামসুল হক জানান, বিশ্ববিদ্যালয়ের ল্যাবে বুধবার ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৩৮ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সিলেট জেলার চারজন এবং সুনামগঞ্জ জেলার ৩৪ জন রয়েছেন। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়