শিরোনাম
◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ ◈ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার (ভিডিও) ◈ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টা, লন্ডন পুলিশকে ব্যবস্থা নেয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের ◈ সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই ◈ বাংলাদেশী নাগরিকদের জন্য চীনের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে যে নতুন নির্দেশনা ◈ জনগণ রায় দিলে ৫ বছরেই দেশের ইতিবাচক পরিবর্তন করা সম্ভব: জামায়াত আমীর ◈ সহকারী শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা, সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে যেসব তথ্য ◈ রাতে ঢাকাবাসীর জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর ◈ ডাকসুর পর জাকসুতেও শিবিরের জয়জয়কার

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২০, ০৭:৪৩ সকাল
আপডেট : ১৫ জুলাই, ২০২০, ০৭:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টিভি টকশোর মাধ্যমেই সাহেদ প্রতিষ্ঠিত হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

লাইজুল ইসলাম : [২] দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন, সাহেদ আমাদের কাছে এসেছেন। তিনি দুটি হাসপাতাল কোভিডের জন্য দিয়েছেন। কেউ যখন হাসপাতাল দিতে রাজি হচ্ছিলো না। তখন তিনি এগিয়ে এসেছেন। এটা যে তার একটি চাল ছিলো তা আমরা বুঝতে পারিনি।

[৩] সেএসব বিষয়গুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। এই প্রতারণার মাধ্যমে তিনি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় চলে যান। টিভি টকশোতে তিনি একজন ব্যাক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন। অনেকের সঙ্গে বিভিন্ন সময় ছবি তুলেছেন। তাই তিনি এতদূর এসেছেন।

[৪] স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সে সব সময় প্রতারণা করবে সেই সুযোগ খুঁজেছেন। সে যতবার প্রতারণা করেছেন ততবার ধরা খেঁয়েছেন। সে যাতে আর সুযোগ না পায় তা আমরা দেখবো। তার বিরুদ্ধে সব কিছু খুঁজে বের করা হবে।

[৫] মন্ত্রী বলেন, সে অনেক কিছুই করেছেন। অনেক ফাঁকফোকরের সুযোগ নিয়েছেন। সে দলের হোক বা বাইরের বা জনপ্রতিনিধি বা সরকারি কর্মকর্তা যাই হোক প্রধানমন্ত্রী কাউকে ছাড় দিবেন না। এখন থেকে দলে যাতে এমন লোক ঢুকতে না পারে সেদিকেও লক্ষ রাখা হবে। যারা দলে ফাঁক ফোকর দিয়ে ঢুকছে তাদের বের করে দেওয়া হবে।

[৬] স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতারকদের ঠেকাতে আইন-শৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক প্রস্তুত আছে। আমরা শক্ত অবস্থানে আছি। যারই প্রতারণা সামনে আসছে তাদের আইনের আওতায় আনা হচ্ছে। তার দোষ যদি তদন্তে বের হয়ে আসে অবশ্যই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়