শিরোনাম
◈ যে কারণে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করছে যুক্তরাষ্ট্র ◈ বিএনপি নেতা সাজুকে বহিষ্কার ◈ ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা: কাছাকাছি মার্কিন ঘাঁটি ও সামরিক শক্তির হিসাব ◈ এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে, বেনাপোল বন্দরে ৫৩ কাটুন আটক ◈ দেশের বাজারে সব রেকর্ড ভেঙে সোনার দামে ইতিহাস ◈ ট্রাম্প প্রশাসনের বড় সিদ্ধান্ত: বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা স্থগিত হচ্ছে ◈ নবম পে স্কেল: ফের বৈঠকে বসছে কমিশন, চূড়ান্ত হতে পারে একাধিক বিষয় ◈ নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা ◈ নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান অধ্যাপক আলী রীয়াজের ◈ অবৈধ পথে আসছে বাজারের বেশিরভাগ স্বর্ণ : এনবিআর

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২০, ০৭:৪৩ সকাল
আপডেট : ১৫ জুলাই, ২০২০, ০৭:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টিভি টকশোর মাধ্যমেই সাহেদ প্রতিষ্ঠিত হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

লাইজুল ইসলাম : [২] দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন, সাহেদ আমাদের কাছে এসেছেন। তিনি দুটি হাসপাতাল কোভিডের জন্য দিয়েছেন। কেউ যখন হাসপাতাল দিতে রাজি হচ্ছিলো না। তখন তিনি এগিয়ে এসেছেন। এটা যে তার একটি চাল ছিলো তা আমরা বুঝতে পারিনি।

[৩] সেএসব বিষয়গুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। এই প্রতারণার মাধ্যমে তিনি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় চলে যান। টিভি টকশোতে তিনি একজন ব্যাক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন। অনেকের সঙ্গে বিভিন্ন সময় ছবি তুলেছেন। তাই তিনি এতদূর এসেছেন।

[৪] স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সে সব সময় প্রতারণা করবে সেই সুযোগ খুঁজেছেন। সে যতবার প্রতারণা করেছেন ততবার ধরা খেঁয়েছেন। সে যাতে আর সুযোগ না পায় তা আমরা দেখবো। তার বিরুদ্ধে সব কিছু খুঁজে বের করা হবে।

[৫] মন্ত্রী বলেন, সে অনেক কিছুই করেছেন। অনেক ফাঁকফোকরের সুযোগ নিয়েছেন। সে দলের হোক বা বাইরের বা জনপ্রতিনিধি বা সরকারি কর্মকর্তা যাই হোক প্রধানমন্ত্রী কাউকে ছাড় দিবেন না। এখন থেকে দলে যাতে এমন লোক ঢুকতে না পারে সেদিকেও লক্ষ রাখা হবে। যারা দলে ফাঁক ফোকর দিয়ে ঢুকছে তাদের বের করে দেওয়া হবে।

[৬] স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতারকদের ঠেকাতে আইন-শৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক প্রস্তুত আছে। আমরা শক্ত অবস্থানে আছি। যারই প্রতারণা সামনে আসছে তাদের আইনের আওতায় আনা হচ্ছে। তার দোষ যদি তদন্তে বের হয়ে আসে অবশ্যই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়