সমীরণ রায় : [২] রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে ইন্ডাষ্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি) আয়োজিত এক মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিবার ঈদ এলে দেশের পোশাক কারখানার মালিকরা শ্রমিকদের মজুরি দিতে বিভিন্ন তালবাহানা শুরু করেন। বিভিন্ন অজুহাতে কারখানার মালিকরা ঈদের অন্তিম মুহূর্তে মাসিক মজুরি ও ঈদ বোনাস দেন। এখন প্রায় অনেক কারখানায় এ পর্যন্ত জুন মাসের মজুরি পরিশোধ করেনি।
[৩] তারা বলেন, করোনার কারণে গত ঈদে শ্রমিকদের মজুরি ও বোনাস কম পাওয়ার সঙ্গে সঙ্গে তারা তাদের পরিবারের সঙ্গেও ঈদ উদযাপন করতে পারেনি। আগামী ঈদুল আজহা যেন শ্রমিকরা তাদের পরিবারের সঙ্গে উদযাপন করতে পারেন, সেদিকে কারখানার মালিকরা দৃষ্টি দেবেন।
[৪] মানববন্ধনের সভাপতিত্ব করেন আইবিসির সভাপতি হেদায়েতুল ইসলাম। সংগঠনের সাধারণ সম্পাদক চায়না রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। সম্পাদনা : খালিদ আহমেদ