শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২০, ০৭:১৮ সকাল
আপডেট : ০৪ জুলাই, ২০২০, ০৭:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় কোভিডে নতুন আক্রান্ত ৪৭

বগুড়া প্রতিনিধি: [২] শনিবার সরকারি বে-সরকারি পিসিআর ল্যাবে ২১৫টি নমুনা পরীক্ষা করা হয় এর মধ্যে ৪৭জনের ফলাফল পজিটিভ আসে। বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগ শনিবার সকাল ১১টায় বিষয়টি নিশ্চিত করেছে।

[২] বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ৩জুলাই সরকারি বে-সরকারি পিসিআর ল্যাব থেকে ২১৫টি নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এর মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে পরীক্ষা করা ১৮৮টি নমুনার মধ্যে ২৭জনের পজিটিভ এসেছে। বে-সরকারি টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে ২৭টি নমুনার মধ্যে পজিটিভ এসেছে ২০জনের পজিটিভ এসেছে।

[৪] নতুন আক্রান্ত ৪৭ জনের মধ্যে ৩০জন পুরুষ, ১৫নারী, দুইজন শিশু রয়েছে। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ২৫জনের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। এ ছাড়া ৪১ থেকে ৫০ বছর বয়সী রয়েছেন ১২জন, ৫১ থেকে ৭০ বছর বয়সী রয়েছেন ৮জন রয়েছে। নতুন করে ৪৭জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ২৪৬জন। ৩জুলাই পূর্ববর্তী ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ৬জনের মৃত্যু হওয়ায় এ জেলায় মৃত্যু হয়েছে ৬০জনের। এই সময়ে মধ্যে নতুন করে আরও ১৫জন সুস্থ হয়েছেন। ফলে করোনায় সুস্থ হয়েছেন ৮৬৯জন।

[৫] বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা.মোস্তাফিজুর রহমান এ প্রতিবেদক-কে বলেন, শজিমেক ও টিএমএসএসের পিসিআর ল্যাবের ফলাফলে করোনা পজিটিভ ৪৭জনের মধ্যে সদরে ৩২জন। এছাড়া গাবতলীতে সাতজন, শাজাহানপুরে পাঁচজন, শিবগঞ্জে একজন, আদমদীঘিতে একজন ও নন্দীগ্রামে একজন নতুন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের নিজ নিজ বাড়ীতে রেখে স্বাস্থ্য বিধি মেনে চিকিৎসা দেওয়া হবে। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়