শাহানুজ্জামান টিটু : [২] বিএনপির সিনিয়র যুগ্ম মহসচিব বলেন, কী পরিমাণ একটা জুলুমবাজ সরকার, রক্ত শোষনকারী সরকার ক্ষমতায় আছে। কত বড় গণবিরোধী গণশত্রু হতে পারে এই সরকার।
[৩] রুহুল কবির রিজভী বলেন, যখন এই মহামারীর সময়ে মানুষকে খাদ্য দেয়া দরকার, জিনিসপত্রের দাম কমানো দরকার ঠিক এই সময়ে তারা (সরকার) সুযোগ পেয়ে গেছে।
[৪] তিনি বলেন, পৃথিবীর এমন কোনো দেশে আছে- এই মহামারীর মধ্যে মানুষ না খেয়ে আছে, একমুঠো আহারের জন্য আজকে নিরন্ন অসহায় কর্মীহীন মানুষ দ্বারে দ্বারে ঘুরছে। অথচ করোনা টেস্টের জন্য ২‘শ টাকার করে নেয়া হচ্ছে। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ আফগানিস্তান সেখানেও করোনা টেস্টে ২‘শ টাকা নেয়া হয় না।
[৫] রিজভী বলেন, প্রাকৃতিক বিপর্যয়ের সুযোগ নিয়ে জনগণকে টার্গেট করেছে ওরা। আমরা যে বলি গণদুশমনের সরকার। সেই গণদুশমন আক্ষরিকভোবে এটা সত্য। না হলে তো এখন গ্যাসের দাম, বিদ্যুতের দাম কমানো উচিত। সেটা না করে তারা আরো বৃদ্ধি করছে। এই মহামারীর মধ্যে তো হাজার হাজার লোক নিয়ে নামতে পারবে না। অতএব এই সময় করে নাও।
[৬] নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে গুম হওয়ার দুই পরিবারকে আর্থিক সহযোগিতা অনুষ্ঠানে একথা বলেন রিজভী।