আরমান কবীর : [২] মধুপুর উপজেলার কালিয়াকুড়ি গ্রামের এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন।
[৩]মধুপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) তারিক কামাল মামলার বিষয়টি জানিয়েছেন।
[৪]অভিযুক্তরা হলেন- উপজেলার ফুলবাগচালা ইউনিয়নের কালিয়াকুড়ি গ্রামের নাতি কিশোর চান মিয়া(১৪) ও দাদা কবির হোসেন ওরফে কবজ(৫০)।
[৫] মামলার বিবরণে জানা যায়, গত ৩০ মে(শনিবার) দুপুরে বাড়ির পাশ থেকে কিশোরীকে(১৩)অপহরণ করে নিজেদের বাড়িতে নিয়ে আটকে রাখে অভিযুক্তরা । পরে রাতভর ধর্ষণ করা হয় তাকে। পরদিন রোববার (৩১ মে) ওই কিশোরীকে তার বাড়ির পাশে ফেলে রেখে যায় অভিযুক্তরা ।
[৬]ওসি তারিক কামাল জানান, থানায় মামলা রেকর্ড করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। সম্পাদনা : মুরাদ